বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক মোঃ সুলতান সালাউদ্দিন টুকু সহ সকল নেতৃবৃন্দের নামে মামলা প্রত্যাহারের দাবীতে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।
১৭ নভেম্বর মঙ্গলবার সকালে মহিলা কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে জামতলা এলাকা পর্যন্ত এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষোভ মিছিলের উদ্দেশ্য নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গলিতে জড়ো হলে সেখান থেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ এসে সড়িয়ে দেয়। এরপর তারা চাষাঢ়া রেললাইনের সামনে জড়ো হন এবং সেখান থেকে মিছিল করেন।
নারাণণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত, ইসমাইল খান, দেলোয়ার হোসেন, আফজাল কবির, যুগ্ম সম্পাদক রাসেল আহমেদ, শাহিন আহমেদ, আরিফুজ্জামান ইমন, সহ- সম্পাদক সেলিম হোসেন দিপু, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান ও যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন সহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।









Discussion about this post