নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন পশ্চিম ধর্মগঞ্জ এলাকায় একটি ৬ বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার একমাত্র আসামী মোঃ মমিন হোসেনকে (২২)
বুধবার ১৫ ডিসেম্বর গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
উক্ত ঘটনায় মোঃ মমিন হোসেনকে আসামী করে ভিকটিমের মা বাদী হয়ে ফতুল্লা থানায় ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের (নং ৩৫) করেন। এই ঘটনা স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গ্রেফতারকৃত মমিন হোসেন ধমগঞ্জ চট্টলার মাঠ এলাকার মো: মকবুল হোসেনের পুত্র।
১৬ ডিসেম্বর রাতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী কমান্ডার ও উপ পরিচালক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উল্লে¬খিত বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সংগ্রহ করে ১৫ ডিসেম্বর র্যাব-১১ এর একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর শিশু ধর্ষণ চেষ্টার মামলার একমাত্র আসামী মোঃ মমিন হোসেনকে ফতুল্লা থানাধীন পশ্চিম ধর্মগঞ্জের নিজ বাসা থেকে অভিযোগ প্রাপ্তির ৩ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়।
ভিকটিমের মা অভিযোগ করেন যে, দুপুরে সে নিজ বাসস্থানের বাথরুমে গোসল করতে গেলে তার শিশু কন্যার চিৎকার শুনে বাথরুম থেকে বের হয়ে এসে দেখে ঘরের মেঝেতে আসামী ভিকটিম শিশুটিকে নগ্ন করে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। শিশুটিকে তার মা ভীত-সন্ত্রস্ত অবস্থায় উদ্ধার করে নিজ হেফাযতে নেয়। গ্রেফতারকৃত আসামী মোঃ মমিন হোসেন (২২)’কে ঘটনার সুষ্ঠ তদন্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।









Discussion about this post