নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় প্রকৌশলী আবদুল্লাহ আল বাকি (৭১) নামে জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১২ এপ্রিল) দিনগত রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার নয়াআটি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আবদুল্লাহ আল বাকি জামায়াতে ইসলামের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সাবেক সভাপতি ও জেলা কমিটির বর্তমান সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলে পুলিশ জানিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে সময় নিউজকে জানান, হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় আবদুল্লাহ আল বাকিকে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান গগণমাধ্যম কে জানান, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতাল কর্মসূচিতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতা সৃষ্টির ঘটনায় ৩ হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ বাদি হয়ে ৫টি, র্যাব বাদি হয়ে একটি ও ক্ষতিগ্রস্ত গাড়ির দুই মালিক বাদি হয়ে ২টি মামলা করেছেন। এসব মামলায় এ পর্যন্ত গ্রেফতার হয়েছে মোট ২২ জন।









Discussion about this post