করোনার প্রতিষেধক কোভিশিল্ড টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতাল কেন্দ্রে টিকা গ্রহণ করেন তিনি।
করোনার টিকা গ্রহণ শেষে ডিসি মোস্তাইন বিল্লাহ বলেন, যারা কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেননি তাদের রেজিস্ট্রেশনপূর্বক কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার আহ্বান রইলো।
এছাড়া যারা প্রথম ডোজ গ্রহণ করেছেন তাদের নির্দিষ্ট সময়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজটি গ্রহণ করার জন্য আহ্বান জানান তিনি। এ সময় তিনি ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে নিজে ও পরিবারকে সুরক্ষিত রাখার বিষয়ে উপস্থিত সকলকে পরামর্শ দেন।









Discussion about this post