বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার কার্যালয় উদ্বোধন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সকালে চাষাঢ়া শহীদ মিনার সংলগ্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বরাদ্দকৃত স্থানে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন শেষে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদ হাসান কচির সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম মোস্তফা ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কাজল হাজরা। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফর রহমান ও সাজ্জাদ নয়ন সহ জেলা কমিটির নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. এনামুল হক সিদ্দিকী।
বার্ষিক সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ঠ নব-গঠিত কমিটি ২০২১-২২ এর নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সভাপতি হাজী হাবিবুর রহমান শ্যামল, সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এইচ মিলন, সাংগঠনিক সম্পাদক তানভির আহমেদ রনি, কোষাধ্যক্ষ কাজী আলমাছ, প্রচার সম্পাদক মোঃ শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, কার্যনির্বাহী সদস্য মাহমুদ হাসান কচি, তাপস সাহা, মেহেদী হাসান সজিব, আরিফুর রহমান ও আমির হোসেন।









Discussion about this post