চাঞ্চল্যকর নারী পাচার মামলার পর সারাদেশে চিত্র নায়িকা অপু বিস্বাসের ম্যানেজার ছাড়াও আজম খান, নাজিম খান, ইভান শাহরিয়ারসহ ৯ জনের নাম উঠে এসেছে এমন অপরাধীদের তালিকায় । এদের মধ্যে অন্যতম নারায়ণগঞ্জ শহরের অতি পরিচিত মুখ গৌতম সাহা ওরফে মাইজ্ঞা গৌতমের নাম ।
নারায়ণগঞ্জের একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া চাঞ্চল্যকর তথ্য থেকে জানা যায়, এই গৌতম সাহা ওরফে মাইজ্ঞা গৌতম দীর্ঘদিন যাবৎ নারী পাচার ও ঘৃণ্য ব্যবসার সাথে জড়িত। চলচ্চিত্রে সুযোগ করে দেয়ার নাম করে গৌতম সাহা অনেক নারীদের বিদেশে নিয়ে ঘৃণ্য অপরাধের সাথে জড়িয়ে জিম্মি করে রেখেছে ।
গৌতম সাহার হাত এতোটাই লম্বা যে তাকে স্পর্শ করা খুবই কঠিন । দেশের বিশাল বিশাল শিল্পপতি, রাজনীতিবিদ ও প্রশাসনের কর্মকর্তাদের বিদেশে নিয়ে নারী দিয়ে তুষ্ট করায় অনেক প্রভাবশালীরা এই নারী পাচার মামলায় গৌতম সাহার পক্ষে তদ্বির চালাচ্ছেন নানা পন্থায় । এমন অভিযোগ মাইজ্ঞা গৌতমের ঘনিষ্ঠ সুত্রের ।
একই সাথে নারীদেরকে চলচ্চিত্রে সুযোগ করে দেয়ার নাম করে জুয়েল নামের এক ঘনিষ্ঠ ব্যক্তিকে প্রযোজক/পরিচালক সাজিয়ে ঘৃণ্য কাজে বাধ্য করায় গৌতম । আর ঘৃণ্য কর্মকাণ্ডের ভিডিও কৌশলে ধারণ করে ওই নারীকে সকল কাজেই বাধ্য করে অপকর্মের ষোলকলা পূর্ণ করতো মাইজ্ঞা গৌতম ও তার সহযোগী জুয়েল ।
মূলতঃঃ গৌতম সাহা ওরফে মাইজ্ঞা গৌতম হচ্ছে দুবাইতে নারী পাচার চক্রের গডফাদার।
১৮ সেপ্টেম্বর শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গৌতম সাহার মা আঙ্গুরী রানী সাহা নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে মৃত্যুবরণ করলে এমন ঘটনার সুযোগ নিয়ে নানাভাবে নিজেকে মামলা থেকে রক্ষা পেতে তদ্বির চালাচ্ছে বলেও জোড়ালো অভিযোগ উঠেছে ।

দুবাইতে নারী পাচার মামলায় জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার ২৮ সেপ্টেম্বর ৭ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রক্ষিতে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ।
আগে ২১ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১১ সেপ্টেম্বর ইভান শাহরিয়ার সোহাগকে গুলশান নিকেতন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
বাংলাদেশি নারীদের সরলতার সুযোগ নিয়ে দুবাইসহ অন্যান্য দেশে পাচার এবং জোরপূর্বক আটক রেখে যৌন নির্যাতন করার অভিযোগে গত ২ জুলাই মূলহোতা আজম খানসহ ৯জনের বিরুদ্ধে মানবপাচার আইনে লালবাগ থানায় একটি মামলা করেন সিআইডির সহকারি পুলিশ সুপার মৃনাল কান্তি শাহ।
কোরিওগ্রাফার ও নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তারের পর পাচারে জড়িত অনেকের নামই বেরিয়ে আসছে। তাদের মধ্যে চিত্রনায়িকা অপু বিশ্বাসের ম্যানেজার কাম কোরিওগ্রাফার গৌতমের নামও রয়েছে। দুবাইয়ে ড্যান্স বারের মালিক আজম খান, তার ভাই নাজিম এবং এরশাদের কাছে নৃত্যশিল্পীদের তুলে দিতেন গৌতম।
গৌতম সাহা শোবিজ পাড়ায় অপু বিশ্বাসের ম্যানেজার ও কোরিওগ্রাফার হিসেবে পরিচিত। দুবাইয়ে নৃত্যশিল্পীদের পাচারের অভিযোগে গ্রেপ্তার হওয়া অন্তত দুই আসামির জবানবন্দিতে গৌতমের নাম উঠে এসেছে। তার পুরো নাম গৌতম সাহা ।
কে এই কোরিওগ্রাফার গৌতম সাহা ?
নারায়ণগঞ্জ শহরের এক সময়ের প্রভাবশালী ব্যবসায়ী প্রয়াত মধু সাহার চার পুত্র কোকা, উত্তম, গৌতম ও সুমন। পৈতৃক সম্পত্তি বিক্রি করে গৌতম সাহা শহরের নয়ন সুপার মার্কেটে ৭ তলায় ফ্লাট কিনে এখানেই বসবাস করেন। গৌতম সাহার জীবন যাপন ভিন্নধর্মী হওয়ায় নারায়ণগঞ্জের সনাতন ধর্মাবলম্বী সকলেই গৌতম সাহাকে এড়িয়ে চলেন । একই সাথে শহরবাসী গৌতম সাহাকে মাইজ্ঞা গৌতম হিসেবেই চিনে । ব্যক্তি জীবনে গৌতম সাহা দুই সন্তানের জনক হলেও মেয়েলি স্বভাবে চালচলন অঙ্গভঙ্গি হওয়ায় গৌতম সাহাকে তীর্যক মন্তব্য করে থাকে নগরের সকলেই । ভিন্নধর্মী চালচলনের পাশাপাশি সকল সময় সুন্দরী নারী নিয়ে চলাচল করায় নারায়ণগঞ্জ শহরের সকলের কাছেই পরিচিত এই গৌতম সাহা ।









Discussion about this post