নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকী । চলছে জোড়েশোরে প্রচারণা । নারায়ণগঞ্জ মহানগরীর ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাহ ফয়েজ উল্লাহ (ফয়েজ) বিগত নির্বাচনের মতো এবারো মাঠে নেমেছেন । এমন উৎসব মূখর পরিবেশে ফয়েজের জীবনে নেমে আসে শোকের ছায়া ।
বৃহস্পতিবার ৩০ ডিসেম্বর সন্ধা ৬;১৬ মিনিট, মৃত্যু বরণ করেন শাহ ফয়েজ উল্লাহ (ফয়েজ) এর মা । “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন”।
নানা কারণে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । সদ্য সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা একই সাথে সিটি করপোরেশনের মেয়র প্রার্থী অ্যাডভেকেট তৈমূর আলম খন্দকারের ছোট ভাই মাকসুদুল আলম খন্দকার খোরশেদ কে ছাড় দিয়ে নির্বাচনী মাঠ ছেড়ে দেয়ার অভিযোগে আওয়ামীলীগ নেতা রবিউল হোসেনকে দল থেকে বহিস্কার করে । এমন ঘটনা ছাড়াও এই ১৩নং ওয়ার্ড নানা কারণে সব সময় থাকে আলোচনায় । সেই আলোচিত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী শাহ ফয়েজ উল্লাহ (ফয়েজ) মায়ের মৃত্যুকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।
রেডিও মার্কা নিয়ে গণ সংযোগ, লিফলেট বিতরণ, ভোটারদের দ্বারে দ্বারে হাজির হয়ে প্রচার প্রচারণা চালানোর এক পর্যায়ে আসে শোকের বার্তা ।
ফয়েজ তার ফেইসবুক পেইজে লিখেছেন, “আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন , আল্লাহ রাব্বুল আলামিন যেন উনাকে বেহেস্তবাসী করেন. ।”









Discussion about this post