সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।
বিষয়টি কাউন্সিলর বাবু নিজেই তার ফেইজবুক পেইজে নিশ্চিত করে স্ট্র্যাটাস দিয়েছেন। তবে করোনায় আক্রান্ত হলেও ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিত করতে তার প্রতিনিধিরা কাজ করছেন।
বাবু জানান, আমি ও আআমার স্ত্রী কেরোনায় আক্রান্ত । নারায়ণগঞ্জবাসীর কাছে আমি দোয়া প্রার্থণা করছি । যাতে দ্রুত সুস্থ্য হয়ে পুনরায় মানুষের কল্যানে কাজ করতে পারি।
এমন ঘটনায় কাউন্সিলর আবদুল করিম বাবুর পুত্র ও এসবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমআরকে রিয়েন তার বাবা ও মায়ের সুস্থতা কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেছেন । তবে করোনায় আক্রান্ত হলেও ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিত করতে তার প্রতিনিধিরা কাজ করছেন ।
রিয়েন জানান, আমার বাবা-মা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। নারায়ণগঞ্জবাসীর কাছে আমি দোয়া প্রার্থণা করছি। তারা যেন দ্রুত সুস্থ্য হয়ে পুনরায় মানুষের কল্যানে কাজ করতে পারে ।
উল্লেখ্য, গত বছরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণসহ সচেতন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন কাউন্সিলর বাবু। করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন তিনি।









Discussion about this post