“সকল দফতরের মধ্যে সুসমন্বয় থাকে সুসম্পর্ক থাকে তাহলে উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল করা সম্ভব। আমি মনে করি নারায়ণগঞ্জে যে সুসমন্বয় রয়েছে এটি একটি বড় শক্তি। এই শক্তির কারণেই উন্নয়নের অগ্রযাত্রাকে গতিশীল করা সম্ভব হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি আগে কিন্তু এদেশে এরকম দৃশ্যপট ছিলনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় ধাবিত হচ্ছে।”
এভাবেই ঢাকা বিভাগের কমিশনার (অতিরিক্ত সচিব) মো: খলিলুর রহমান বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একটি নির্বাচিত সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা বা ইশতেহার থাকে। বর্তমান সরকারেরও একটি নির্বাচনী ইশতেহার রয়েছে। সে আঙ্গিকে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। যারা বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের নীতি নির্ধারণগুলো কার্যক্রমগুলো এবং উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করছে আমরা যারা তৃনমূল পর্যায়ে কর্মকর্তা কর্মচারী রয়েছি। আমাদের জন্য যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সুসমন্বয়।
খলিলুর রহমান আরো বলেন, দারিদ্র দূরীকরণ, সুরক্ষা ও সবার জন্য শান্তি সমৃদ্ধ নিশ্চিত করতে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য জাতিসংঘ মাননীয় প্রধানমন্ত্রীকে এসডিজি পুরস্কার দিয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের দ্রুত বর্ধনশীল ৫টি অর্থনৈতিক দেশের মধ্যে একটি। জিডিপিতেও এগিয়ে রয়েছে। দারিদ্রের হার ৩১.৫ শতাংশ থেকে ২০.৫ শতাংশে নেমে এসেছে। অতিরিক্ত দারিদ্রের হার ১৭.৫ থেকে ১০.৫ এ নেমে এসেছে। এগুলো কিন্তু এমনি এমনি নেমে আসেনি। গড় আয়ুর হার এমনি এমনি ৭৩ এ আসেনি।
আমরা শিশু মৃত্যুর হার কমাতে পেরেছি। মাতৃমৃত্যুর হার নেমে এসেছে। পুষ্টির অভাবও আগের থেকে কমেছে। আমাদের মাথা পিছু আয় ২ হাজার ২৫৪ মার্কিন ডলার। যা আগের তুলনায় বেড়েছে। আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি করোনায় যখন গোটা বিশ্ব বিপর্যয় দেখা দিল তখন থমকে যাওয়ার কথা ছিল কেউ কেউ বলেছিল বাংলাদেশ পিছিয়ে পড়বে কিন্তু বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। ডিজিটাল বাংলাদেশের সুফল আমরা সবচেয়ে বেশী পেয়েছি এই করোনার সময়ে। সরকার সারাদেশের মানুষকে করোনার ভ্যাকসিন দিয়েছে।
এমনকি শিক্ষার্থীদেরকেও ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। টিকা নিয়ে অনেক ধরনের অপপ্রচার হয়েছে। তাই আমাদের অপপ্রচারে কান দেওয়া উচিৎ না। বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছে। সামনে নারায়ণগঞ্জে বেশ কিছু নির্বাচন হবে। জেলা পরিষদ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন হবে। আমরা প্রতিটি নির্বাচন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করতে চাই।
সাময়িক উত্তেজনার বশবর্তী হয়ে আমরা যাতে সহিংসতায় জড়িয়ে না পড়ি। একটি মৃত্যুও আমাদের কাম্য না। নারায়ণগঞ্জের ইতিহাস অনেক প্রাচীন। শিল্প, কালচারাল, খেলাধুলা কিংবা রাজনৈতিক যেকোন ক্ষেত্রই বলিনা কেন নারায়ণগঞ্জের ইতিহাস সমৃদ্ধ। এখানে যারা বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করছেন তাদেরকে গতিশীল হতে হবে।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্ণেল তানভীর মাহমুদ পাশা, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের চিকিৎসা তত্বাবধায়ক ডা. এম এ বাশার প্রমুখ। দুপুরে সভা শেষে নারায়ণগঞ্জের বিভিন্ন দফতর পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান।









Discussion about this post