নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর পক্ষে কাজ করায় ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসমাঈল হোসেনের উপর হামলার ঘটনা ঘটেছে।
এতে গুরুতরভাবে রক্তাক্ত জখম হয়েছেন তিনি।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে চরসৈয়দপুর এলাকায় বর্ণালী গার্মেন্টসের সামনে তার ফার্মেসির দোকানে এই ঘটনা ঘটে।
আহতের স্বজন ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা অভিযোগ করে বলেন, নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ফজর আলীর লোকজন এই ঘটনার সাথে জড়িত। ফজর আলীর নির্দেশে তারই সন্ত্রাসী বাহিনী ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির উপরে হামলা চালিয়েছে। আহত আওয়ামী লীগ নেতা ইসমাঈল হোসেন গুরুতর জখম হয়ে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতের বড় ছেলে নূর নবী ও বড় মেয়ে ইয়াসমিন বলেন, নৌকার পক্ষে কাজ করায় তার উপর ফজর আলীর সমর্থক আবুল মিয়ার ছেলে শাহপরান, দৌলতের ছেলে কাশেম ও ফয়সাল, কামালের ছেলে অরণ্যসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্রসহ এই হামলা চালায়। আব্বুর চিৎকার শুনে ছুটে আসেন তারা।









Discussion about this post