নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
বেশভুষা দেখে বোঝার উপায় নাই যে তিনি একজন মাদক ব্যবসাযী । গোপন সূত্রের মাধ্যমে খবর আছে তাজুল ইসলাম (৪৫) এর কাছে ইয়াবা আছে । এমন খবরে অভিযান চালিয়ে আটকের পর তল্লাসী চালিয়ে পাওয়া গেলো না কোন মাদক । এরপরও সূত্র বলছে নিশ্চিত তার কাছে মাদক আছেই । এমন তথ্যের পর তল্লাসী চালিয়ে এবং জিজ্ঞাসাবাদে কোন তথ্য না পেয়ে র্যাব কর্মকর্তাদের আদেশের পর তাজুল ইসলামকে একটি ডায়াগণষ্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করানোর পর রেড়িয়ে আসে তার পেটে অভিনব কায়দায় মাদক রাখা আছে ।
এরপর পেটের ভিতর থেকে পায়ুপথের মাধ্যমে বের করে আনা হয় ইয়াবা । বিপুল পরিমানের ইয়াবা উদ্ধার দেখিয়ে তাজুল ইসলাম (৪৫) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে র্যাব-১১।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোরের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
আটক তাইজুল ইসলাম সোনারগাঁ উপজেলার ভারগাঁও দরগাহ এলাকার বাসিন্দা। সে ইয়াবা পাচারের কাজে যুক্ত রয়েছেন।
উপ-অধিনায়ক মো. রোজাউল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, তাইজুল ইসলাম ইয়াবা পাচার করেন, এমন তথ্য তাদের কাছে আগেই ছিলো। এরপর থেকে তার প্রতি গোয়েন্দা নজরদারি রাখা হয়। এর মধ্যে খবর আসে কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছেন তাইজুল ইসলাম। এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে কাঁচপুর থেকে তাকে আটক করা হয়।
তিনি আরও জানায়, তাইজুলকে আটক করে তার দেহ তল্লাশী করা হলেও কোনো ইয়াবা পাওয়া যায়নি। কিন্তু তার সাথে ইয়াবা রয়েছে এ বিষয়ে আমরা নিশ্চিত। পরে তাকে একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাই এবং এক্স- রে করালে তার পেটের মধ্যে কালো জাম সাদৃশ্য বস্তুর অস্তিত্ব পাওয়া যায়।
রোজাউল হক জানিয়েছেন, পায়ূপথ দিয়ে তার পেট থেকে ওই কালো জাম সাদৃশ্য ১শ প্যাকেট বের করানো হয়। এগুলোর প্রতিটিতেই ৩০ পিস করে ইয়াবা রয়েছে। তার থেকে সর্বমোট ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তবে, র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তাইজুল ইসলাম স্বীকার করেছেন তিনি ইয়াবা পাচারের সাথে দীর্ঘদিন ধরেই সম্পৃক্ত রয়েছেন।
র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী জানান, তাজুল ইসলাম দীর্ঘদিন যাবৎ এভাবে অভিনব কৌশলে নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিলো বলে সে স্বীকারোক্তিতে জানিয়েছেন।









Discussion about this post