নারায়ণগঞ্জে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তি স্থাপন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করেছেন, ব্সেরকারি খাত এ ধরনের সেবামূলক কাজে আরও এগিয়ে আসবে।
গণভবন থেকে রোববার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আজকে যে কুমুদিনী ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস অ্যান্ড ক্যান্সার রিসার্চের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে যাচ্ছি, তা করার ফলে মনে করি আমাদের দেশ স্বাস্থ্য খাতে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং বেসরকারি খাত আরও উৎসাহিত হয়ে আসবে, যেন এই ধরনের সেবামূলক কাজ করতে পারে।
“আজকে আমি খুব আনন্দিত যে একটা মেডিকেল কলেজ এবং রিসার্চ সেন্টার হচ্ছে, হাসপাতাল হচ্ছে এবং সেটা নারায়ণগঞ্জে। কারণ নারায়ণগঞ্জে হওয়াটা খুবই দরকার, ঢাকার পাশেই নারায়ণগঞ্জ। আসলে নারায়ণগঞ্জে এমনকি বিশ্ববিদ্যালয়ও ছিল না, তেমন কোনো একটা মেডিকেল কলেজ ছিল না। কোনো কিছুই ছিল না।”
শেখ হাসিনা বলেন, “আমরা প্রতিটি জেলায় সরকারি অথবা বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় করে দিচ্ছি, মেডিকেল কলেজ করে দেওয়ার পদক্ষেপ নিয়েছি, হাসপাতাল করে দিচ্ছি এবং হাসপাতালগুলো যাতে উন্নত মানের হয় সেটারও ব্যবস্থা করে দিয়েছি, ডাক্তার-নার্স নিয়োগ দিয়েছি।”
করোনাভাইরাস মহামারী প্রতিরোধে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা অনুষ্ঠানে তুলে ধরে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
চিকিৎসাক্ষেত্রে গবেষণা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করে শেখ হাসিনা অনুষ্ঠানে বলেন, “আমাদের দেশে রিসার্চের সুযোগটা খুবই কম। বিশেষ করে মেডিকেল সায়েন্সের রিসার্চ খুব বেশি একটা হচ্ছে না, যেটা হওয়া একান্তভাবে প্রয়োজন। কারণ আসলে যাদের রিসার্চ করার কথা, সকলেই ডাক্তার হয়ে রোগী দেখতে এত ব্যস্ত, তারা বসে রিসার্চ… খুবই হাতে গোণা কয়জনকে আমি দেখি, তাদের পাবলিকেশন এবং রিসার্চ…।”
দেশে ক্যান্সারের রোগী বাড়তে থাকায় এ রোগ শনাক্ত করার ক্ষেত্রে দক্ষতা বাড়ানোর পাশাপাশি ক্যান্সারের চিকিৎসা নিয়ে গবেষণা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
১৯৯৬ সালে সরকার গঠনের পর অনেকগুলো ইন্সটিটিউট তৈরি করে দেওয়ার পর দ্বিতীয়বার সরকারে এসে আরও নতুন নতুন ইন্সটিটিউট গড়ে তোলার কথা মনে করিয়ে দিয়ে সরকারপ্রধান বলেন, “আমি মনে করি রিসার্চটা আমাদের জন্য একান্তভাবে অপরিহার্য।”
আওয়ামী লীগ সরকারে আসার পরই যে দেশে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছিল, সে কথা তুলে ধরে তিনি বলেন, এখন দেশে মোট চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে, প্রতি বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও লক্ষ্য রয়েছে।
“কারণ বিশ্ববিদ্যালয় হলে সেখানে রিসার্চের সুযোগ হবে। তবে আমি মনে করি, সেবসরকারি খাতকে সুযোগ দেওয়া প্রয়োজন। আমি ১৯৯৬ সাল থেকেই বেসরকারি খাতকে উৎসাহিত করেছি। শুধু তাই না, বেসরকারিভাবে মেডিকেল কলেজ বা হাসপাতাল করতে গেলে যেসব যন্ত্রপাতির প্রয়োজন হয়, আমরা শিল্প প্রতিষ্ঠায় যেভাবে ট্যাক্স ফ্রি করে দিই, বা ট্যাক্স কমাই, ঠিক একই কায়দায় মেডিকেল সেক্টরেও আমি ট্যক্স প্রত্যাহার করি বা হ্রাস করে দিই এবং শিশুদের জন্য যা দরকার, যেমন ইনকিউবেটরসহ অন্যান্য যা যা প্রয়োজন সেগুলো সম্পূর্ণ ট্যাক্স ফ্রি করে দিয়েছিলাম।
“যে কারণে আমাদের দেশে মানসম্মত অনেকগুলো বেসরকারি মেডিকেল হাসপাতাল এবং কলেজ প্রতিষ্ঠা হয়েছে। তবে আমি মনে এখানে কুমুদিনী ট্রাস্ট সব সময় অগ্রণী ভূমিকা নিয়েছে।”
নারায়ণগঞ্জের কুমুদিনী কমপ্লেক্সে এ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা উপস্থিত ছিলেন।









Discussion about this post