নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা এলাকার রিকশা গ্যারেজ থেকে শহিদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২১ ফেব্রয়ারি) সকালে ফতুল্লা গাবতলী এলাকার আমেনা গার্মেন্টস সংলগ্ন শেখ সেন্টুর রিকশার গ্যারেজ থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক শহিদুল ইসলাম(৩২) বরিশাল জেলার মুলাদি উত্তর পাতার চরের মোখলেসের পুত্র।
এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার কামরুল ইসলাম জানান, শহিদুল অনেক আগে অসুস্থ হয়ে গ্রামের বাড়ি চলে গিয়েছিল। সম্প্রতি সে আবার ফতুল্লায় চলে আসে এবং সেন্টুর গ্যারেজে থেকে ভাড়ায় রিকশা চালাত।
ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক দেবাশীষ কুন্ড জানায়, নিহত যুবক শহিদুল ইসলাম পেশায় রিকশাচালক। সে শেখ সেন্টুর গ্যারেজের রিকশা চালাতো এবং সেখানেই থাকতো। রোববার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে গ্যারেজে এসে রিকশা রেখে ঘুমিয়ে থাকে। সোমবার সকালে গ্যারেজে এসে অপর রিকশাচালকরা তাকে ডাকাডাকি করে সারাশব্দ না পেয়ে পুলিশকে সংবাদ দেয়। পুলিশ সকাল নয়টার দিকে গ্যারেজে এসে নিহতের মৃতদেহ উদ্ধার করে সুরহতলা রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
তিনি আরো বলেন, `প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্বাভাবিক মৃত্যু। নিহতের শরীরে কোন আঘাতের চিন্থ নেই। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর কারন নিশ্চিত হওয়া যাবে।`









Discussion about this post