ফতুল্লায় মাদক ব্যবসায়ীকে পাকড়াও করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দিপংকর কুমার পাড়ই। তার পেটে ও হাতে ছুরিকাঘাত করা হয়েছে। পরে এলাকাবাসীর সহায়তায় মাদক ব্যবসায়ী নাজমুলকে গ্রেফতার করা হয়।
এদিকে আহত পুলিশ কর্মকর্তা দিপংকরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার (৪ আগস্ট) রাতে ফতুল্লার বক্তাবলী পুলিশ ফাঁড়ি এলাকায় ঘটনাটি ঘটে। গ্রেফতারের সময় নাজমুলের কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা এবং ছুরি জব্দ করা হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই দিপংকর কুমার সঙ্গীয় ফোর্সসহ নাজমুলকে আটক করে। এ সময় নাজমুল সুইচ গিয়ার ছুরি দিয়ে দিপংকর কুমারের পেটে আঘাত করে। এরপর আবার ছুরিকাঘাতের চেষ্টা করলে সেটি দিপংকর হাত দিয়ে ঠেকাতে গেলে মারাত্মক জখম হয়। এ সময় নাজমুল দৌঁড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসীর সহায়তায় ২৫০ পিস ইয়াবা ও একটি সুইচ গিয়ার চাকুসহ তাকে গ্রেফতার করে পুলিশ।









Discussion about this post