আবদুর রহিমকে (দৈনিক ডান্ডিবার্তা) সভাপতি ও নিয়াজ মো: মাসুমকে (দৈনিক সোজা সাপটা) সাধারণ সম্পাদক করে করে ফতুল্লা প্রেস ক্লাবের ২০২১-২০২৩ইং কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে ফতুল্লা প্রেস ক্লাবের হল রুমে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটি সহ-সভাপতি রিয়াদ মো: চৌধুরী (আমাদের নারায়ণগঞ্জ ডটকম), সহ-সভাপতি পিয়ার চাঁন (দৈনিক সচেতন), যুগ্ম সম্পাদক আলামিন প্রধান (দৈনিক যুগান্তর), সাংগঠনিক সম্পাদক আ: আলিম লিটন(দৈনিক অগ্রবানী), অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল (নারায়ণগঞ্জের খবর ডটকম), দপ্তর সম্পাদক মো: বদিউজ্জামান (বিজয় টিভি), প্রচার সম্পাদক মাসুদ আলম (দৈনিক ডান্ডিবার্তা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হারুন অর রশিদ সাগর (দৈনিক দেশ জগত), সদস্য: মো: রাশেদ (দৈনিক ডান্ডিবার্তা), মো: সেলিম হোসেন (নারায়ণগঞ্জের খবর ডটকম), মেহেদী হাসান রাসেল (সিএনএন বাংলা টিভি)।
নারায়ণগঞ্জ-৪ আসেনর সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো: আলীর উপস্থিতিতে কমিটি ঘোষণা করেন ফতুল্লা প্রেস ক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ও সৈদিক সোজা সাপটার সম্পাদক আবু সাউদ মাসুদ, দৈনিক মানব জমিনের স্টাফ রিপোর্টার বিল্লাল হোসেন রবিন।
নব নির্বাচিত কমিটিতে অভিনন্দন জানাচ্ছে নারায়ণগঞ্জ নিউজ আপডেট পরিবার। এক বার্তায় জানানো হয়, নব নির্বাচিত কমিটি পেশাদার সাংবাদিকতা অগ্রনী ভুমিকা পালন করবে এমন আশাবাদ নারায়ণগঞ্জ নিউজ আপডেট পরিবারের ।









Discussion about this post