নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও ফ্লাইওভার (দোতলা রাস্তা) নির্মাণ প্রকল্পের বিষয়ে অংশীজন সভা নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৮ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারী সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ফতুল্লার পঞ্চবটি থেকে মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ করা হবে। বর্তমানে এ সড়কের পাশ দিয়ে নেয়া নারায়ণগঞ্জ এলাকায় বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন সংযোগ রয়েছে। এসব সংযোগ আগে থেকে সরিয়ে নেয়া না হলে সড়ক প্রশস্তকরণ ও দোতলা রাস্তা নির্মাণ প্রকল্পের সমস্যা হবে। এজন্য কিভাবে এসব সংযোগ অন্যত্রে সরিয়ে নেয়া যায় সে বিষয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।
সভায় জানানো হয়, সড়কটি প্রশস্তকরণ ও ফ্লাইওভার (দোতলা রাস্তা) নির্মাণ প্রকল্পের জন্য নারায়ণগঞ্জ এলাকায় ৩৪.১৭ একর জমি একোয়ার (অধিগ্রহণ) করা হবে। এরমধ্যে এ সড়কের পাশে ৮৩২টি পরিবার ক্ষতিগ্রস্থ হবে। এছাড়া সড়কের উভয় পাশে অবস্থিত ৫টি মসজিদ, ২টি কবরস্থান, ২টি মাজার ও ৫টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানকে অন্যত্র স্থানান্তর করতে হবে।
এ বিষয়ে পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা করবেন জেলা প্রশাসন ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (যুগ্ম সচিব) মনিরুজ্জামান, প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক মনিরুল আলম, উপ সহকারী প্রকৌশলী রাকিবুর রহমান, নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস প্রমূখ।









Discussion about this post