নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
শেষ পর্যন্ত নানা অপকর্মের পর সদর উপজেলা অটো রিকশা চালক শ্রমিক ও মালিকদের উপর ষ্টিম রোলার চালিয়ে চাদাবাজির মূল হোতা আজিজুল হাওলাদারকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরের দিকে তাকে পঞ্চবটি এলাকা থেকে ফতুল্লা মডেল থানা পুলিশ আটক করে।
এদিকে ফতুল্লা মডেল থানা পুলিশের ওসি অপারেশন সাখাওয়াত হোসেন আজিজুল হাওলাদারকে আটকের সত্যতা নিশ্চিত করলেও কোন অভিযোগে তাকে আটক করা হয়েছে সে ব্যাপারে নিশ্চিত করতে পারেননি।
তার বক্তব্য, আছে কিছু অভিযোগ। আমরা এ ব্যাপারে পরে জানাবো।
তবে চাদাবাজ আজিজুল হাওলাদারের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে থানার অপর একটি সূত্র ।
এদিকে আজিজুল হাওলাদারের আটকের পর ফতুল্লার একটি চিহ্নিত চাদাবাজ সিন্ডিকেট নানা কৌশলে এবং মোটা অংকের টাকায় গ্রেফতারকৃতকে ছাড়িয়ে নিতে জোর তদ্বির চালিয়ে যাচ্ছে ।
চাদাবাজ আজিজুলকে নিয়ে পুলিশের লুকোচুরি খেলার এমন ভুমিকা নিয়েও প্রশ্ন তুলেছে ফতুল্লা থানা এলাকার অনেকেই।









Discussion about this post