নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পঞ্চবটী এলাকার ভূমিদস্যুতা, চাঁদাবাজি মামলায় দ্যা ইউনাইটেড ক্লাবের সভাপতি ও বিতর্কিত ব্যবসায়ী তোফাজ্জল হোসেন তাপুকে পুলিশ গ্রেফতার করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ।
বৃহস্পতিবার ২৯ অক্টোবর বেলা তিনটায় তাপুর পক্ষের কয়েকজন আইনজীবী জোড়ালো যুক্তির পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবির এর আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।
একই সাথে নারায়ণগঞ্জ আদালতের প্রভাবশালী আইনজীবীদের জোড়ালো আবেদনের পর আগামী ১ নভেম্বর তাপুর জামিন শুনানি দিন ধার্য্য করে আদালত ।









Discussion about this post