নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুরের দন্ডমূর্তের কর্তা হুইল চেয়ারে চলাচলকারী শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরুকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে কুতুবপুরের নিজ বাসা থেকে তাকে আটক করে ডিবির একটি টিম।
তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ডিবির হেফাজতে রাখা হয়েছে।
এমন শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরুকে হুইল চেয়ারে করে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আলমগীর হোসেন।
তিনি জানান, মীর হোসেন মীরুকে ডিবির হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। তবে ওয়ারেন্টের কাগজ যাচাই-বাছাই শেষে গ্রেফতার দেখানো হতে পারে।
তিনি বলেন, ‘ডকুমেন্ট যাচাই-বাছাই করতেছি। যাচাই করার পর গ্রেফতার দেখানো হবে। আপাতত আমাদের হেফাজতে আছে।’
মীর হোসেন মীরু নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
মীরুর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাসী ও অস্ত্রসহ এক ডজনেরও বেশি মামলা রয়েছে। এসব মামলায় একাধিকবার গ্রেফতারও হয়েছেন কুতুবপুরের চিহ্নিত এই সন্ত্রাসী। সম্প্রতি প্রকাশ্যে জেলা পুলিশের এক সদস্যকে প্রকাশ্যে আঙুল উচিয়ে ধমকিয়েছেন তিনি। প্রকাশ্যে ওই পুলিশ সদস্যকে শাসানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মীর হোসেন মীরু নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদেরকে নানাভাবে ম্যানেজ করে সকল ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে । মীরুকে গ্রেফতার করে আদালতে পাঠানোর পর হুইল চেয়ারের বিষয়টি নজরে এনে আদালতের সহানুভূতি নিয়ে জামিন পেয়ে একই অপরাধে জড়িয়ে পরে মীরু ।









Discussion about this post