নারাযনগঞ্জ সদর উপজেলার ফতুল্লার চিহ্নিত অস্ত্র ও মাদক ব্যবসায়ী স্বপন ওরফে বোদেন স্বপনকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব-৩।
শুক্রবার ২৫ জুন দিনগত মধ্যরাতে তাকে ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ বেপাড়ী পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নিকট থেকে পুলিশ একটি পিস্তল, গুলি, স্যালেন্সার পাইপ ও একশ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় র্যাব-৩ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে বলে জানিয়েছে পুলিশ।
স্বপন ওরফে বোদেন স্বপন ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার পাইলট স্কুল সড়কের খোরশেদ মিস্ত্রির ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটায় র্যাব-৩ এর একটি দল ফতুল্লার দাপা ইদ্রাকপুরস্থ গ্রেফতারকৃত স্বপন ওরফে বোদেন স্বপনের নিজ বাসায় অভিযান চালিয়ে স্বপন ওরফে বোদেন স্বপনকে আটক করে।








Discussion about this post