ফতুল্লায় প্রেমিক প্রেমিকা আখ্যা দিয়ে বিচারের নামে এক গার্মেন্টকর্মী তরুনীকে গণধর্ষনের অভিযোগে দানিয়াল (২৭) নামে সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ ।
শনিবার (১৩ নভেম্বর) রাতে ফতুল্লার মাসদাইর বাড়ৈভোগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকত দানিয়াল বাড়ৈভোগ এলাকার দেলোয়ার হোসেনের ছেলে ।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এক গার্মেন্টকর্মী তরুনী শুক্রবার দিবাগত রাতে কাজ শেষে আরেক সহকর্মী ছেলের সঙ্গে বাড়ি ফিরছিলেন। এ সময় দানিয়াল ও তার আরেক বন্ধু তাদের পথরোধ করে নানা ধরনের কথা বার্তা বলতে থাকে। এক পর্যায়ে নিজের ইজিবাইক গ্যারেজে নিয়ে দানিয়াল প্রথমে তরুণীকে ধর্ষন করে। পরে দানিয়ালের আরেক বন্ধু তরুনীকে দ্বিতীয় দফায় ধর্ষণ করেছে। পরবর্তীতে সারা রাত তরুনীকে দুইবন্ধু মিলে ধর্ষন শেষে ভোরে প্রাননাশের হুমকি দিয়ে ছেড়ে দেয় । তাদের কাছ থেকে ছাড়া পেয়ে তরুনী তার কারখানার মালিক সহ স্থানীয় লোকজনকে জানিয়ে থানায় এসেছি অভিযোগ করতে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধর্ষনের ঘটনায় মামলা হয়েছে । দুজনের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে ।









Discussion about this post