ফতুল্লার একটি শিল্প কারখানার শ্রমিক যুবকের বস্তাবন্দী হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৭ নভেম্বর) দুপুরে ফতুল্লার মুসলিমনগর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই সময়ে নিহতের মাথা থেকে কোমর পর্যন্ত একটি বস্তাবন্দী ছিল। এছাড়া হাত ও পায়ে দড়ি বাধা, মুখে স্কচটেপ পেচানো ছিল।
নিহত আমির হামজা (২৫) টাঙ্গাইল সদরের আব্দুল খালেকের ছেলে। সে ফতুল্লার শাসনগাঁও এলাকার মামুন ভিলার বাড়িতে মেসে ভাড়া থাকতো। এছাড়া এম এস ডাইং নামের এক শিল্প কারখানায় চাকরি করতেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বিষয়টি হত্যাকান্ড বলে ধারণা করে এ সাথে জড়িতদের খুঁজে বের করে ধরতে কাজ শুরু হয়েছে।









Discussion about this post