নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তক্কার মাঠ এলাকায় লিটন (২৫) নামের যুবক খুন হয়েছে।
অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যার পর চলে যায়।
শনিবার (২৮ আগস্ট) রাতে ওই ঘটনায় নিহত লিটন ফতুল্লা স্টেডিয়ামের পশ্চিম পাশে সুপার স্টার বাল্ব কারখানার শ্রমিক। সে হবিগঞ্জ পাহাড়পুর এলাকার গৌর মনির ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সোহাগ সাহা জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা হত্যা করে লাশ ফেলে পালিয়ে গেছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।









Discussion about this post