শতবর্ষ পূর্বে তুমি এসেছিলে বলেন, বন্দী জনগন পেয়েছিলো মুক্তির স্বাদ, তুমি এসেছিলে বলে এই ভবেতে হে জাতির পিতা তোমার আহবানে সাধারণ জনগন যোদ্ধা হয়ে উঠে ছিল রেখেছিল কাঁধেতে কাঁধ। উপমহাদেশের জনপ্রিয় সংঙ্গীত শিল্পী নচিকেতার কন্ঠে গানের কথায় এভাবেই বঙ্গবন্ধুর জীবনে ঘটনা বহুল কালজয়ী রাজনৈতিক জীবনের কর্মকান্ডের কথা উঠে এসেছে।
গানটি রচনা করেছেন দুই বাংলার জনপ্রিয় কন্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী ও নীলা মাহমুদ। সুর ও কণ্ঠ দিয়েছেন নচিকেতা চক্রবর্তী। অডিও প্রযোজনা করেছেন আসিফ হাসান মাহমুদ। পরিচালনায় ছিল টিক ক্রিয়েটিভ কোম্পানি। ভিডিও প্রযোজনা করেছেন পিকলু চৌধুরী। পোস্ট প্রডাকশনে ছিলেন পোস্ট সার্কেল। বিশেষ কতৃজ্ঞতা জানিয়েছেন ইসমাত আরা ইতি ও রাশেদুজ্জামান সোহাগ।
গানটির ভিডিও ১ এপ্রিল দিবাগত রাত ১২টায় বাংলাদেশ আওয়ামীলীগের ভ্যারিফাইড অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে আপলোড দেওয়া হয়েছে।
বঙ্গবন্ধুকে নিয়ে রচিত উক্ত গানটির রচিয়তা নীলা মাহমুদ নারায়ণগঞ্জের মেয়ে এবং নারায়ণগঞ্জেরই পূত্রবধু।
তিনি জেলা যুবলীগের সহ সভাপতি আসিফ হাসান মাহমুদ মানু এর সহধর্মিনী যিনি এই গানটির অডিও প্রযোজনা করেছেন। সেই সাথে নীলা মাহমুদ মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজম এর ছোট বোন ।
নীলা মাহমুদ এর স্বামী ও জেলা যুবলীগের সহ সভাপতি আসিফ হাসান মাহমুদ গণমাধ্যমে কে জানান, তাঁর স্ত্রী পেশা একজন গৃহিনী হলেও লেখালেখির চর্চা করেন। সেই চর্চা থেকেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুকে নিয়ে ওই গানটি লিখেছেন। তাঁর লেখা দুটি নাটকও ইতোমধ্যে টেলিভিশনে প্রচারিত হয়েছে। নাটক দুটি হলো ‘আমার একশা আকাশ’ এবং ‘এখানেই সুখ ছিল একদিন’।
তিনি আরো জানান, বঙ্গবন্ধুর শততম জন্ম বার্ষিকীতেই এই গানটি রিলিজ হওয়ার কথা ছিল। কিন্তু কোভিড-১৯ এর কারণে মুজিব জন্ম শতবার্ষিকীর সকল আয়োজিত অনুষ্ঠান বন্ধ করে দেওয়ায় ওই বছর গানটি রিলিজ দেওয়া সম্ভব হয়নি। আগামীতে এই গানের আরো বিস্তারিত নিয়ে কন্ঠ শিল্পী নচিকেতা চক্রবর্তী এবং নীলা মাহমুদ এর সাক্ষাৎকার সহ একটি ভিডিও চিত্র হয়তো টেলিভিশনের পর্দায় নয়তো ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে।









Discussion about this post