নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সংসারে অভাবের তাড়নায় সইতে না পেরে শাহ আলী (৪৮) নামে এক কৃষক বিষপানে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার ১৮ অক্টোবর দিনগত রাত সাড়ে ১২টায় সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় আত্মহননকারি কৃষকের ছেলে সিফাত হোসেন বাদী হয়ে মঙ্গলবার ১৯ অক্টোবর দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। আত্মহননকারি কৃষক শাহ আলী বন্দর উপজেলার বাজুরবাগ এলাকার মৃত আয়াত আলী মিয়ার ছেলে।
এ ব্যাপারে সিফাত হোসেন গণমাধ্যমকে জানান, আমার পিতা শাহ আলী মিয়া একজন কৃষক। কাজকর্ম না থাকায় ও সাংসারিক অভাবের তাড়নার কারণে প্রায় সময় আমার পিতা দুঃশচিন্তাগ্রস্থ হয়ে থাকতেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর সোমবার রাত ১০টায় আমার পিতা শাহ আলী মিয়া অজ্ঞাত স্থান থেকে বিষ সেবন করে ঘরে আসে। পরে সে বমি করতে থাকলে আমার দ্রুত তার কাছে এগিয়ে আসি।
পরে আমার পিতার মুখ থেকে বিষের গন্ধ পেয়ে তাকে দ্রুত সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দিনগত রাত সাড়ে ১২টায় কর্তব্যরত চিকিৎসক আমার পিতাকে মৃত ঘোষণা করে। এ ব্যাপারে আমি বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছি।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, বিষপানে আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আত্মহত্যার মূল কারন জানার জন্য পুলিশের তদন্ত অব্যহত রয়েছে।









Discussion about this post