বন্দর উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকায় মায়ের দোয়া এন্টারপ্রাইজ নামে একটি তুলার কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে । ওই মিলের তুলা ও তুলা তৈরির কাঁচামাল এবং ৫টি গোডাউনসহ মেশিনারিজ ভস্মীভুত হয়েছে। এ সময় আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন তুলা কারখানার ৭ শ্রমিক।
আহতরা হলেন, এনামুল (২০), মুসলিম (২৪), সাইফুল (২০), এনামুল (২১), সাখাওয়াত (২৫),নাহিদ (২৪), রনি(২৫)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্দর, মন্ডলপাড়া ও সোনারগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট প্রায় ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারি পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উত্তর লক্ষণখোলা এলাকার মোঃ জুয়েল মিয়ার মালিকানাধীন তুলার কারখানায় আগুন লাগে। মূহুর্তে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। অগ্নিকান্ডে মালামালসহ ৫টি গোডাউন পুড়ে যায়। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে তিনি জানান। তবে তুলা তৈরির মেশিনের ঘর্ষণ থেকে অগ্নিকান্ডের সূচনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে তুলা মিলের মালিক মোঃ জুয়েল মিয়া জানান, সকাল ৬ টার দিকে মিলের শতাধিক শ্রমিক কাজে যোগ দেন। সকালে সাড়ে ৭টার দিকে কারখানায় আগুন লাগে। আগুনে তুলা তৈরির মেশিনসহ ৫ টি গোডাউন পুড়ে গেছে ।
উল্লেখ্য, প্রায়ই তুলার এমন কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে । কোন নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অতি সম্প্রতি এমন তুলার কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় একজন নারী শ্রমিক আগুণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্তায় বার্ণ ইউনিটে মৃত্যু বরণ করেন। এরপরেও আগুলণর এমন ঘটনা নিয়ন্ত্রণে কোন ব্যবস্তা নেয় না কোন তুলার কারখানার কর্তৃপক্ষ ।









Discussion about this post