বন্দরে কলাগাছিয়া ইউনিয়নস্থ ওয়াকফ করা বুরুন্দি খলিলনগর জামে মসজিদসহ জায়গা দখল নিতে সন্ত্রাসী কর্মকান্ড করছে কথিত আওয়ামী লীগ নেতা জুলহাস সরকার।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবু হাসনাত শহিদ মোঃ বাদলের নাম ভাঙিয়ে জুলহাস সরকারসহ তার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী।
এখন মসজিদের জায়গা দখলের জন্য নানা চেষ্টাসহ মারধরের ঘটনাও ঘটেছে। এ ঘটনায় বন্দর থানায় অভিযোগও হয়েছে।
জুলহাস সরকার কর্তৃক বেদখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। ২৬ মার্চ শুক্রবার বাদ জুম্মা বন্দর বুরন্দি-কান্দিপাড়া সড়কস্থ খলিলনগর জামে মসজিদ এলাকায় তারা এ বিক্ষোভে অংশগ্রহণ করেন।
এসময় বুরুন্দি খলিলনগর জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি হাজী ইয়ার হোসেন জানান, জুলহাস সরকার ও তার ছেলে জুয়েলের অত্যাচারে আমরা বুরুন্দিবাসী অতিষ্ঠ। আমিরা এলাকাবাসী তার জুলুম, নির্যাতন ও অত্যাচার থেকে মুক্তি চাই।
এছাড়াও বুরুন্দি তিন তারা জামে মসজিদের সভাপতি আবু হানিফ ও কেন্দ্রীয় মসজিদের সহ-সভাপতি হাজী কবির হোসেনসহ অন্যান্যো বক্তার তাদের সাথে একাগ্রতা প্রকাশ করে একই দাবিতে বক্তব্য রাখেন।
এসময় আরো বক্তব্য রাখেন বুরুন্দি কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ হাজী দেলোয়ার হোসেন প্রধাণ,বুরুন্দি তিন তারা জামে মসজিদের সহ-সভাপতি হাজী বিপ্লব হোসেন, সমাজ সেবক মোস্তাকিম মাসুদ ও তরুন সমাজ সেবক মোঃসোহাগ।









Discussion about this post