বন্দরে উপজেলার কাইকারটেক এলাকায় শুক্রবার দিনগত রাতে ইকবাল হোসেন প্রধান (৪৮) নামে এক সিএনজি চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। যানজটকে কেন্দ্র করে মারামারির ঘটনায় তাকে পিটুনী দিলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ইকবাল হোসেন সোনারগাঁ থানার মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদি গ্রামের মৃত আলেক চান প্রধানের ছেলে। এই ঘটনায় শনিবার দুপুরে বন্দর থানা পুলিশ শরীফ হোসেন ও জুয়েল নামে দুজনকে আটক করেছে। হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে সাইদুল বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ও ১৫/২০ জনকে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে বন্দর থেকে বাড়ীর পথে রওনা হন। পথে বন্দর থানার কাইকারটেক এলাকায় যানজটকে কেন্দ্র করে বাদী সাইদুল ইসলাম ও তার ছোট ভাইয়ের সাথে তর্ক বিতর্ক হয় আরিফের। একপর্যায়ে আরিফের হুকুমে আসামি শরীফ, আলামিন, জুয়েল অজ্ঞাতনামা আরো ১৫/২০ জন অতর্কিত হামলা চালায়। তাদের বাঁচাতে পিতা ইকবাল হোসেন এগিয়ে আসলে তাকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়দের সহায়তায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন তাকে। এই ঘটনায় নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
বন্দর থানার ভারপ্রাাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ ঘটনায় শরীফ ও জুয়েল নামে দুই আসামীকে আটক করা হয়েছে। মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।









Discussion about this post