ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুরে চলন্ত বাসে পেছন থেকে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় তিনজন নিহত এবং আহত হয়েছে অন্তত ১০-১২ জন ।
মদনপুর স্টিল মিলের সামনে সােমবার (১৬ আগস্ট ) সন্ধ্যা ৭ টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহমুদা (৩২) , রাসেল ও অজ্ঞাতনামা এক নারী। নিহত ৩ জনই বন্দরের মদনপুরের ইপিলিওন নামক রপ্তানীমুখি পােশাক কারখানার শ্রমিক।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে শিল্প পুলিশ জানান, ইপিলিওন কারখানায় প্রায় ১৭০০ শ্রমিক কাজ করেন। অন্যান্য দিনের মতাে সন্ধ্যা ৭ টায় ছুটি হওয়ার পর নাফ নামের একটি মিনি বাসে করে ঢাকার পথে যাচ্ছিল। বন্দর স্টিল মিলের সামনে পৌঁছাতেই সড়ক ও জনপথ বিভাগের একটি ট্রাক গাড়ি ধাক্কা দিলে বাসের ১০-১২ জন আহত হয় এবং ৩ জনের মৃত্যু হয়।
কাচপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মাে. মনিরুজ্জামান এমন ঘটনায় বলেন, চলন্ত বাসে পেছন থেকে সড়ক ও জনপথের দ্রুতগতির ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক নারীর মাথা বিচ্ছিন্ন হয়ে মৃত্যু হয়। এছাড়া ওই বাসের আরও ২ যাত্রী আল বারাকা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘােষণা করেন।









Discussion about this post