নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গের সামনে দাড়িয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করে জানান, “শহরে এমন মৃত্যুর ঘটনায় শেষ পর্যন্ত কোন বিচার ই হবে না । এমন অনেক ঘটনার বিচারই থানা পর্যন্ত এসে থেমে যায় ! কি কারণে থেমে যায় তা সকলেই জানলেও কেউ এমন অঘটিনের প্রতিকারে এগিয়ে আসে না । তবে কেউ মারা গেলে টেবিলের নীচের কাজগুলি কি করে ঘটে তার অভিজ্ঞতা পরিবহণ সন্ত্রাসীরা খুব ভালো করেই জানেন ।“
শহরের নবাব সিরাজউদ্দোল্লা সড়কে বন্ধন পরিবহনের একটি বাসের চাপায় প্রাণ হারিয়েছেন মো. শাওন (৩৪) নামে এক পোশাক কারখানার কর্মী ৷
সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সামনের সড়কে এমন ঘটনায় প্রাণ হারান এই কর্মী ৷
নিহত শাওন বন্দর উপজেলার মদনগঞ্জের এম এন ঘোষাল রোডের বাসিন্দা মো. জসিম উদ্দিনের ছেলে৷ তিনি শহরের ঈশা খাঁ সড়কের বি টেক ফ্যাশন প্রাইভেট লিমিটেড নামক কারখানায় চাকুরি করতেন৷
কর্মস্থলে যাবার পথেই বাসচাপায় তার মৃত্যু হয়েছে বলে জানান নিহতের ছোট ভাই মো. শাকিল৷ তিনি বলেন, বন্দর থেকে কাজের উদ্দেশ্যে বের হন তার ভাই৷ পথিমধ্যে বাসচাপায় তার ভাই মারা গেছেন৷ স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি জানান, বন্ধন পরিবহনের দ্রুতগামী একটি বাস তার ভাইকে চাপা দিয়েছে৷ বাসের সিরিয়াল নম্বর ২৫৩৫ বলে জানান শাকিল ৷
নিহত শাওনের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে রাখা হয়েছে৷ এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান শাকিল ৷
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ জামান বলেন, বাসচাপায় মৃত্যুর ঘটনায় মামলা প্রক্রিয়াধীন ৷ এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷ পলাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে ৷









Discussion about this post