উৎসবমখর ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের এর পরিচালনা পর্ষদ (২০২১-২০২৩ ইং) এর অফিস বেয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় পরিচালনা পর্ষদের ১৮ জন পরিচালকের মধ্যে সভাপতি পদে মেসার্স সাদাফ এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী শেখ নাজমুল আলম সজল এবং জেনারেল গ্রুপে সহ সভাপতি পদে মেসার্স সৃষ্টি ফ্যাশন লি. এর স্বত্তাধিকারী মোঃ কবির হোসেন পুনরায় নির্বাচিত হয়েছেন।
তবে অ্যাসোসিয়েট গ্রুপে সহ সভাপতি পদে নতুন করে নির্বাচিত হয়েছেন গাজী হোসিয়ারীর স্বত্তাধিকারী নাছিম আহমেদ।
শনিবার (২৭ মার্চ) বিকেল ৩টায় বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের ক্লাব ভবনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান জি এম ফারুক পরিচালনা পর্ষদের ১৮ জন পরিচালকের উপস্থিতিতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
আরো উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য ফারুক বিন ইউসুফ পাপ্পু, খন্দকার সাইফুল ইসলাম, নির্বাচন আপীল বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, এবং সদস্য হিসেবে সোহেল আক্তার সোহান ও মোঃ আরিফ দিপু।
পরিচালনা পর্ষদের পরিচালক পদে নির্বাচিত বাকি ১৫ জন হলেন জেনারেল গ্রুপে মোঃ আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আহমেদ শেখ, মোঃ মোজাম্মেল হক, মোঃ আবদুল হাই, মোঃ মনির হোসেন, বৈদ্যনাথ পোদ্দার, মোঃ সাব্বির আহমেদ সাগর, আমিরউল্লাহ রতন, মোঃ সাখাওয়াত হোসেন সুমন, আবুল বাশার বাসেত এবং অ্যাসোসিয়েট গ্রুপে সাঈদ আহমেদ স্বপন, মোঃ নাছির শেখ, হাজী মোঃ শাহীন হোসেন, আলহাজ্ব নাছিম আহমেদ, মোঃ আতাউর রহমান, মোঃ মিজানুর রহমান।









Discussion about this post