উচ্চ আদালত কর্তৃক অন্যান্য আসামীরা জামিন নেয়ার পরও এডভোকেট সাখাওয়াত হোসেন খানকে বুধবার মধ্যরাতে গ্রেফতার করার খবরে জামিনপ্রাপ্ত অন্যান্যরা এরই মধ্যে গা-ঢাকা দিয়েছে । এ ছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ ৭ জনের রিমান্ড মঞ্জুর করায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে জেলা বিএনপির নেতাকর্মীদের মাঝে ।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে শুনানী শেষে প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরের দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা খাতুনের আদালত রিমান্ডের আদেশ প্রদান করেন ।
রিমান্ডে নেওয়া অন্যান্যরা হলেন মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক নূর এলাহী সোহাগ ওরফে রাকিব, বিএনপির কর্মী স্বপন মিয়া, কামরুল হাসান, মামুন ও ফজল।
রিমান্ড সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের ইন্সপেক্টর আসাদুজ্জামান বলেছেন, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের র্যালি থেকে পুলিশের উপর হামলা ও মারধরের ঘটনায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় পুলিশ তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে ১৭ ডিসেম্বর আদালতে প্রেরণ করে। আদালত ১৯ ডিসেম্বর শুনানির দিন ধার্য রেখে তাদের আদালতে পাঠিয়ে দেয়। এদিন শুনানি শেষে আদালত ৭ জনের একদিন করে রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর সকাল ১০ টার দিকে শহরের দুই নম্বর রেল গেট এলাকায় ৭১ প্রজন্ম ব্যানারে স্বেচ্ছাবেসক দল, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও যুবদলের নেতাকর্মীরা বিজয় র্যালি বের করে। এতে পুলিশ বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে নেতাকর্মীরা পুলিশের উপর হামলা চালিয়ে মারধর করে। এ ঘটনায় এসআই ছাইফুল ইসলাম বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩শ জনকে আসামী করে মামলা করে।









Discussion about this post