জেলার বন্দর উপজেলার কেওঢালায় ইটভাটার অপরিকল্পিতবাবে বিদ্যুৎ সিংযোগের কারণে তারে জড়িয়ে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর নির্মম মৃত্যু ঘটনা ঘটেছে ।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মো. হান্নান (১২)। নিহত হান্নান কিশোরগঞ্জ মিঠাবন উপজেলার কাজিরখোলা গ্রামের নবী নেওয়াজ মিয়ার ছেলে। তারা কেওঢালা এলাকার আব্দুর রহমানের ভাড়াটিয়া বাড়িতে থাকতো ।
এলাকাবাসী জানান, নিহত শিশু মো. হান্নানের মা পিয়ারা বেগম ইটভাটার শ্রমিকদের জন্য রান্নার কাজ করেন। প্রতিদিনের ন্যায় ছেলেকে ভাড়া বাসায় রেখে কাজে চলে যায়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অন্যান্য শিশুদের সঙ্গে খেলার ছলে পার্শ্ববর্তী আমির আলীর নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদে উঠে। এ সময় ওই এলাকার এসকেবি ব্রিক ফিল্ডের ১১ হাজার বোল্টেজ বিদ্যুৎ লাইনে জড়ালে বিকট শব্দে শিশুর শরীরে আগুন ধরে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় সে।
এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কামতাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ার হুসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। তবে অপরিকল্পিতভাবে ইটভাটায় বিদ্যুৎ লাইন সংযোগ নেয়ার কারণে শিশুর মৃত্যু হয় বলে ইটভাটার মালিক পক্ষকে দায়ী করছেন এলাকাবাসী।
মদনপুর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য ইমন বলেন, বিদ্যুৎ লাইন সরিয়ে নেয়ার জন্য ভবন মালিক আমির আলী পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করেছেন। আবেদনের পেক্ষিতে বিদ্যুৎ লাইন সরিয়ে নেয়ার কাজ চলছে। পল্লী বিদ্যুতের গাফিলতি ও লাইন সরিয়ে নেয়ার কাজ চলছিল ধীর গতিতে। অবশেষে নিস্পাপ শিশু হান্নানের মৃত্যু হয়েছে।









Discussion about this post