নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানা এলাকায় মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১ এর অভিযানিক দল। এ সময় ২৯২ বোতল ফেনসিডিল, ১৯৬০ পিস ইয়াবা ও ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র্যাব-১১ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃত আসামীরা হলো: মো. জাহাঙ্গীর (৪৪), মো. সুমন (৩৫), লিমন আহম্মেদ রাব্বি (২১) ও মো. রাশেদুল ইসলাম (২৮)।
র্যাব জানায়, মঙ্গলবার সকালে সোনারগাঁ থানার মোগড়াপাড়া এলাকা থেকে মো. জাহাঙ্গীর (৪৪) ও মো. সুমন (৩৫) কে ২৯২ বোতল ফেনসিডিল ও ১৯৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।
র্যাব আরো জানায়, একইদিন সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড এলাকায় অভিযান চালিয়ে লিমন আহম্মেদ রাব্বি (২১) ও মো. রাশেদুল ইসলাম (২৮) কে ১৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সরবরাহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের আসামীদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।









Discussion about this post