নারায়ণগঞ্জ শহরের তল্লা কিল্লারপুল এলাকার বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল আলম খান ও সদ্য সাবেক সভাপতি এবং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন সর্দারের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ ছিলো দীর্ঘদিন যাবৎ ।
এমন অভিযোগ তুলে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবী এবং অনেক অভিভাবক বিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি বিদ্যালয়ের একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী মৃত নুর উদ্দিন সর্দারের পুত্র জসিম উদ্দিন সর্দারের সকল কুকর্মের ফিরিস্তি উদঘাটনের দাবী করেছেন অনেকেই ।
বেশ কিছুদিন যাবৎ চলমান অভিভাবকদের চরম ক্ষোভের পর প্রধান শিক্ষককে নিয়ে এমন অভিযোগ কে কেন্দ্র করে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরী করার ঘটনায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে পুরো শহরজুড়ে ।
অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন, বিদ্যালয়ের ছাদে কিসের রংগমঞ্চ তৈরী করা হয়েছে । জসিম উদ্দিন সর্দার বিদ্যালয়ের সভাপতি থাকাকালীন কি কারণে ছাদের উপর এতো খরচা করে এমন মঞ্চ নির্মাণ করেছে তার খোজ করা জরুরী ।
একই সাথে ফতুল্লা থানায় সাধারণ ডায়েরী করার ঘটনায় অনেকেই বলেছেন, মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রির ভিতরে বাইরের সর্বত্র ক্লোজ সার্কিট ক্যামেরায় আওতাধীন। তাই যাদের নাম উল্লেখ করে সাধারণ ডায়েরী করা হয়েছে তারা আসলেই ঘটনাস্থলে গিয়েছেন কিনা তা যাচাইয়ের জন্য জোড়ালো দাবী তুলেছেন। একই সাথে বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুরূপ ক্লোজ সার্কিট ক্যামেরায় আওতাধীন । বিদ্যালয়টিতে কি কি অপকর্ম হতো তার অনেক প্রমাণ পাওয়া না গেলেও সাম্প্রতিক সময়ে কারা কারা বিদ্যালয়ে যাতায়াত ছিলো তার ভিডিও যাচাই বাছাই করলেই অনেক কিছুই অনুধাবন করা যাবে ।
অভিভাবকদের অনেকেই বলেছেন, বিএনপির নেতা টিটুর বিরুদ্ধে দূর্ণীতি পরায়ণ প্রধান শিক্ষকের সহযোগী হিসেবে হুমকিদাতা উল্লেখ করে যে অভিযোগ তুলে জিডি করা হয়েছে সেই টিটু দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানা অপকর্মের বিরুদ্ধে সোচ্চার রয়েছেন বলে বিস্তর প্রমাণ রয়েছে।
সেই টিটু কি করে দূর্ণীতি পরায়ণ প্রধান শিক্ষকের পক্ষ নিয়ে মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসে গিয়ে হুমকি দেয় ? তার প্রমান হিসেবে ভিডিও ফুটেজ দেখার দাবী করেছে অভিভাবকদের কেউ কেউ।
এমন জিডি, জসিম উদ্দিন সর্দারের নানা অপকর্ম, বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়ের নানা লুটপাট/রংগমঞ্চ এবং মডেল ডি ক্যাপিটাল গার্মেন্টসের ঘটনার নেপথ্যে গভীর চক্রান্ত রয়েছে বলে অনেকেই জানিয়েছেন ।
বিদ্যালয়ের দূর্ণীতি নিয় উত্তেজনাকর পরিস্থিতি মধ্যেই মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টায় কিল্লারপুলে অবস্থিত স্কুলের মূল ফটকের সামনে বিক্ষোভ মিছিল করে তারা। এসময় তারা স্কুলের সামনে অবস্থান করে স্কুলের প্রধান শিক্ষক সফিউল আলম খানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে স্লোগান দিতে থাকে।
এ বিষয়ে স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, গত বছরের নভেম্বর থেকে আমাদের কমিটির যোগদান। বহুবার প্রধান শিক্ষকে আমরা আয়-ব্যায়ের হিসাব নিয়ে আমাদের সাথে বসতে বলি কিন্তু তিনি বিভিন্ন বাহানা দিয়ে এড়িয়ে যান বিষয়টি। এখানে ক্রয় কমিটি আছে আয়-ব্যয়ের হিসাব রাখার জন্য লোক আছে কিন্তু প্রধান শিক্ষক এই কমিটিকে না জানিয়ে ফুলের টব সহ নানা জিনিস ক্রয় করে ফেলতেন এবং টিফিনের ব্যাপারে, খেলাধুলার ব্যাপারে আমাদের না জানিয়ে খরচ করতেন। পরবর্তীতে আমরা এখানে অডিট পরিচালনা করলে আমাদের হিসেবের সাথে কোনো মিল পাইনি। উনি বলেছেন আমাদের আজকের মধ্যে সব হিসেব বুঝিয়ে দিয়ে যাবেন। আমরা চাচ্ছি যে স্কুলটি ভালোমতো চলুক, পড়ালেখার মানের আরো উন্নয়ন করতে চাচ্ছি আমরা এবং সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।
এ বিষয়ে প্রধান শিক্ষক সফিউল আলম খান বলেন, আয়-ব্যয়ের হিসাব নিয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অডিট চালিয়েছেন। সাধারণত অডিটে কিছুটা আপত্তি থাকেই। সেই আপত্তির যাতে নিষ্পত্তি করা যায় সেজন্য আমাদের অর্থ কমিটি রয়েছে তাদের সাথে আমি আজকে বসেছি এবং সেই কাজগুলো সুন্দরভাবে করে দিয়ে এখান থেকে অব্যাহতি নিবো।
এদিকে বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. সফিউল আলম খানের চাকুরীর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও নিয়ম বহির্ভূতভাবে তাকে পদে বহাল রাখতে বিভিন্ন মহলে তদবির করার অভিযোগ উঠেছে। শফিউল আলম যাতে তার পদে বহাল থাকে সেজন্য মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রি লিমিটেডের মহাব্যবস্থাপক মনির হোসেনকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমানের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।
মডেল ডি ক্যাপিটাল ইন্ডাস্ট্রি লিমিটেডের মালিক মো. মাসুদুজ্জামান বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি। প্রতিষ্ঠানের মালিক ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ায় উক্ত প্রতিষ্ঠানের মহা ব্যবস্থাপক মনির হোসেন বিভিন্ন সময় বিদ্যালয়ের বিভিন্ন কার্য সম্পাদন করতেন ।
বিবি মরিয়ম উচ্চ বালিকা বিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ মহানগরীতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে । অনেকেই তীব্র সমালোচনা করে বলেছেন, একদিকে হুমকি দাতা হিসেবে থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে । অপরদিকে বিদ্যালয়ের নানা অপকর্ম ধামাচাপা দিতে বিদ্যালয়ের সাবেক সভাপতি জসিম উদ্দিন সর্দার নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সাথে ছবি নিজ ফেসবুকে প্রচার করে ব্যাপক কলকাঠি নাড়ছে নেপথ্যে থেকে । প্রকৃতপক্ষে এমন ঘটনার নেপথ্যে মূল দায়ী কে তা খুজে বের করার জোড়ালো দাবী তুলেছেন নগরবাসী ।









Discussion about this post