অভিজ্ঞ রাজনীতিবিদ নারায়ণগঞ্জের শামীম ওসমান । সারা দেশের মানুষ ছাড়াও নারায়ণগঞ্জের এই প্রভাবশালী নেতা শামীম ওসমানকে কে না চিনেন । দেশের সকল মন্ত্রীদের নাম অনেকের অজানা থাকলেও শামীম ওসমানের নাম কারোর ই অজানা নয় । এই শামীম ওসমান অনেক খবর ই রাখেন । তার প্রমাণ তিনি অসংখ্য বার দিয়েছেন । কিন্তু বর্তমানে কোন খবরে এই প্রেক্ষাপটে শামীম ওসমান বিদেশে গেলেন ? এমন প্রশ্ন নারায়ণগঞ্জ মহানগরবাসীর অনেকের মুখে উচ্চারিত হচ্ছে।
বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করলো বৃটেন :
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, “বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের জন্য জারি করা সতর্কতামূলক নির্দেশনা হালনাগাদ করেছে বৃটেন সরকার। ২৫শে অক্টোবর হালনাগাদ করা বাংলাদেশ বিষয়ক বৃটিশ ট্র্যাভেল এডভাইজারিতে বলা হয়-বাংলাদেশে সন্ত্রাসীরা হামলা চালানোর চেষ্টা করতে পারে । ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও সিলেটে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বেশ কয়েকটি আইইডি হামলা ইতিমধ্যে হয়েছে। ভবিষ্যতে ধর্মীয় জমায়েত, রাজনৈতিক সমাবেশ, জনাকীর্ণ এলাকা, পুলিশ বা নিরাপত্তা বাহিনী সংবলিত এলাকা এবং বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা, নাগরিকদের সতর্ক করলো বৃটেনবিদেশি নাগরিকদের পছন্দের স্থানগুলোতে জনসমাগম দেখে হামলা চালাতে পারে সন্ত্রাসীরা।”
এমন খবরের পরেও শামীম ওসমান কি কারণে বিদেশে গেলেন তা নিয়ে সর্বত্রই চলছে আলোচনা সমালোচনা ।
দেশের রাজনৈতিক পরিস্থিতি যখন তপ্ত তখন দেশে নাই নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমান। তিনিও দেশ ছেড়েছেন। পাড়ি জমিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইতে। ২৫ অক্টোবর তিনি ব্যক্তিগত সফরে দুবাই যান।

সেখানে তিনি বিমান বন্দরে পৌছালে স্থানীয়রা স্বাগত জানান। আগামী কয়েকদিন তিনি দুবাইতে অবস্থান করবেন জানা গেছে।
এদিকে কাউন্সিলর আলী হোসেন আলার মৃত্যুর পর শামীম ওসমান জানান, তিনি মেডিকেল চেকআপের জন্য দুবাইতে রয়েছেন।
সেখানে বিমানবন্দরে অলরাউন্ডার নামে ফেসবুক পেজের ভিডিওতে তিনি বলেন, বাংলাদেশ ভাল খেলছে এটাই হচ্ছে বড় গর্ব। জিতা হারা বড় বিষয় না এটা সব খেলাতেই আছে। কিন্তু আমরা খেলে জিততে জানি। আমার মনে হয় বাংলাদেশ ভাল রেজাল্ট করবে ইশাআল্লাহ।









Discussion about this post