বিকেল ৪ টা ৫০ মিনিট ২০ সেকেন্ড । সাদা গাড়ী তে চড়ে নারায়ণগঞ্জ শহরের শত বছরের ঐতিহ্যবাহী বোস কেবিনে আসেন সাবেক রাস্ট্রপতি সেনাশাসক প্রয়াত হোসাইন মোহাম্মদ এরশাদের তালাকপ্রাপ্ত স্ত্রী নানাভাবে আলোচিত সমালোচিত সেই বিদিশা সিদ্দিক ।
তালাক হলেও এখনো যাকে সারা দেশেই বিদিশা এরশাদ হিসেবেই চিনেন ।
এ সময় সাদা রংয়ের গাড়িতে বসেই সামনের সিটে বসাবস্থায় এডভোকেট কাজি রুবায়েদ হাসান বোস কেবিনের ম্যানেজার সুজিত সাহাকে ‘কাকলেট’ আছে কিনা জিজ্ঞেস করেন।
গাড়ি থেকেই বোস কেবিনের ভিতরে গণমাধ্যমকর্মীর উপস্থিতি ১৫ টি কাকলেট পারসেল অর্ডার দিয়ে দ্রুত গাড়ী অন্যত্র চলে যায় ।
এ সময় এডভোকেট কাজী রুবায়েদ হাসান গণমাধ্যমকর্মীর প্রশ্নের জবাবে বলেন, হ্যা বিদিশা ম্যাডাম গাড়িতে আছেন। কাকলেট এর জন্য এসেছি । ভালো আছেন, দোয়া করবেন বলে প্রতিবেদকের সাথে কুশলাদি বিনিময় করেন কাজী রুবায়েদ ।
পরবর্তীতে গাড়ী বোস কেবিনের অদুরে পার্কিং কিরে ড্রাইভার মাহিদুল ইসলাম বোস কেবিন থেকে অর্ডারকৃত কাকলেট নিতে এলে বোস কেবিনের সবচাইতে পুরাতন মেসিয়ার রাম প্রসাদ সরকার নিজেই বিদিশা এরশাদের কাছে খাবারের প্যাকেট দিয়ে আসেন ।









Discussion about this post