নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ বলেছেন, “সারাদেশে নতুন করে যারা কোভিড-১৯ বা করোনায় পজেটিভ শনাক্ত হচ্ছেন তাদের শতকরা ৮০ ভাগই ডেল্টা ভেরিয়েন্ট (ভারতীয় ভেরিয়েন্ট) ।“
এজন্য তিনি সবাইকে করোনা সুরক্ষায় লকডাউন বিধি নিষেধ মেনে চলার আহবান জানান।
৪ জুলাই রোববার রাতে নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি বিষয়ে ফোনালাপে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মুহাম্মদ ইমতিয়াজ বলেন, ‘নারায়ণগঞ্জে করোনা সংক্রামন দিন দিন বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় ৪০৩ জনের নমুনা পরীক্ষা করে ৯৫ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। আর নারায়ণগঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন নারী মারা গেছেন। আক্রান্তের হার ২৩ দশমিক ৫৭ শতকরা।’
নারায়ণগঞ্জে কি ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে ? জবাবে ইমতিয়াজ বলেন, “নারায়ণগঞ্জে কোভিড-১৯ এর ডেল্টা ভেরিয়েন্ট (ভারতীয় ভেরিয়েন্ট) পরীক্ষা করার জন্য ল্যাব নেই। সারা দেশে এখন নতুন করে যারা আক্রান্ত হচ্ছেন তাদের ৮০ ভাগই ডেল্টা ভেরিয়েন্ট। সে হিসেবেও নারায়ণগঞ্জেও আক্রান্ত আছে। তাই সবাইকে সর্তক থাকতে হবে। করোনা সুরক্ষায় লকডাউন বিধি নিষেধ মেনে চলতে হবে। আর যারা জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হবে তাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।”
নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ‘শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৯৫ জন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন একজন। এ নিয়ে জেলায় ১ লাখ ১৮ হাজার ৯২৫ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে ১৪ হাজার ৩৪০ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ১৩ হাজার ৩৩৯ জন এবং মারা গেছে ২২৪ জন। এখন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে ৭৭৭ জন।’









Discussion about this post