চুঁচুড়ার (Chinsura) এক আবাসন থেকে ছ’জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। তাঁদের কাছ থেকে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো নথি উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে হুগলির চুঁচুড়ার ব্যান্ডেল গ্রিন পার্কের একটি আবাসনে অতর্কিতে হানা দেয় চুঁচুড়া থানার পুলিশ। সেখান থেকেই ওই বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করা হয়েছে।
ধৃতদের কাছে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের পাশাপাশি ছিল বাংলাদেশি সিম কার্ডও। ঘটনার তদন্ত শুরু করেছেন চন্দননগর পুলিশের গোয়েন্দারা।

সূত্রের খবর, ধৃতেরা বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা। গ্রিন পার্কের যে ফ্ল্যাটে তারা ছিল সেটির মালিক উত্তর ২৪ পরগনার হালিশহরের বাসিন্দা। গোয়েন্দাদের অনুমান ওই ব্যক্তিই কোনও চক্র চালায়। সেখানে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ করিয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র করিয়ে দেওয়া হয়। জঙ্গিযোগ খতিয়ে দেখতে ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জেরা করবে তদন্তকারীরা। আজ ছয় বাংলাদেশিকেই চুঁচুড়া আদালতে তোলা হয়।









Discussion about this post