নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের প্রাবলিক প্রশিকিউটর (পিপি) এস এম ওয়াজেদ আলী খোকন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার পরিবর্তে অতিরিক্ত পাবলিক প্রশিকিউটর জাসমীন আহমেদকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
সোমবার সন্ধ্যায় জজ কোর্টের প্রশাসনিক কর্মকর্তা আবু হাসান গণমাধ্যম কে এমন তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওয়াজেদ আলী খোকন সুস্থ না হওয়া পর্যন্ত জাসমীন আহমেদ পিপি’র দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে এ্যাড.ওয়াজেদ আলী আলী খোকন বলেন, রোববার দুপুরে নারায়ণগঞ্জ করোনা হাসপাতালের (খানপুর) দেওয়া রিপোর্ট অনুযায়ী জানতে পারি করোনা পজিটিভ। রিপোর্ট আসার পর থেকে হোম আইসোলেশনে রয়েছি ও ডাক্তারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছি।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) জানান, আমার কোনো করোনার উপসর্গ ছিল না। আমার মেয়ের নমুনা দিতে গিয়ে আমিও রিপোর্ট দিয়ে ছিলাম। পরবর্তীতে আমার রিপোর্ট পজিটিভ আসলেও মেয়ের রিপোর্ট নেগেটিভ।









Discussion about this post