তিতাসের বরখাস্তকৃত ৮ কর্মকর্তা কর্মচারীদের পর বিদ্যুৎ মিস্ত্রি গ্রেফতারের পর নানা নাটকীয়তা শেষে এবার নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদের বিস্ফোরণের ঘটনায় ডিপিডিসির (সিএসএস) মিটার রিডিং কালেক্টর আরিফুর রহমানকে গ্রেফতার করেছে সিআইডি।
আজ সোমবার দুপুর আড়াইটায় নারায়ণগঞ্জের কিল্লারপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আরিফুর পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইন গ্রামের ইউনুস সরদারের ছেলে।
নারায়ণগঞ্জ সিআইডির বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় মিটার রিডার আরিফুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। অবৈধ বিদ্যুৎ এর স্পার্ক থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল । এই বিদ্যুৎ সংযোগ তদারকি করার দায়িত্ব ছিল আরিফুল। দায়িত্ব অবহেলার অভিযোগে বিদ্যুৎ বিভাগ তাকে বহিষ্কার করেছে।
সিআইডির পুলিশ সুপার আরও জানান, আগামী তিন সপ্তাহের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন আদালতে দেয়া হবে এবং ঘটনার সাথে আরও যাদের অবহেলা রয়েছে এবং ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করা হবে।
নাম প্রকাশ না করার অনুরোধে প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, তল্লা মসজিদের এমন নির্মম ঘটনায় তিতাসের বরখাস্তকৃত ও বিদ্যুৎ বিভাগের গ্রেফতারকৃতদের কতটুকু দায়ী তা আদালতে ই প্রমাণিত হবে । কিন্তু এই তিতাসকে লুটপাট করে কারা আংগুল ফুলে কলাগাছ হয়েছেন তা নারায়ণগঞ্জের মানুষ জানেন । সেই চক্র এখনো মসজিদ ট্রাজেডি কে পুজি করে কি পরিমাণ বাণিজ্য করে যাচ্ছে তা দেখছে না কেউ । এমন ঘটনায় পরিহাস করে এই কর্মকর্তা আরো বলেন, এগুলি শুধু ই নাটক । বিচার কি হবে তা ভবিষ্যৎ ই বলে দেবে ।








Discussion about this post