বৃহস্পতিবার ভোর রাত সাড়ে তিনটা । নারায়ণগঞ্জ শহেরর আমলাপাড়ায় পুলিশের বিশাল সংখ্যক সদস্য ও অসংখ্য গাড়ী পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে । সদর থানার ওসি ছাড়াও জেলা পুলিশের একাধিক কর্মকর্তা প্রতিটি বাড়ীর প্রতিটি কক্ষে চালাচ্ছে সাড়াসী অভিযান । উদ্দেশ্য এক যুবককে খুজ করা হচ্ছে । একই সাথে কম্পিউটারসহ প্রতিটি কক্ষে খোজার পর হতাশ হয়ে ফিরে যাবার এক পর্যায়ে স্থানীয় এক যুবকের তথ্যমতে পাওয়া যায় সেই ব্রাক্ষণবাড়িয়ার নাসিরনগরের মধু সুদন দাসকে ।
যিনি রাত পোহালেই নারায়ণগঞ্জের প্রভাবশালীদের শেল্টারে কুমিল্লা অথবা যে কোন সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমাতেন । ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্যামগ্রাম থেকে পালিয়ে কয়েকদিন যাবৎ আমলাপাড়ার স্বর্ণপট্টির শ্যাম জুয়েলারী দোকানে ভাই মুহিত দাসের সাথে বসবাস করে আসছিলো মধু সুদন । অপরদিকে নবীনগর থানা এলাকার শ্যামগ্রামসহ পুরো উপজেলায় ইসলাম ধর্মের প্রবর্তক নবী মোহাম্মদ (সঃ) নিয়ে স্যোশাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্য করায় ধর্মীয় উস্কানী মারাত্মক আকার ধারণ করে । যে কোন সময় বড় ধরণের অঘটন ঘটতো বলেও জানান কর্মকর্তারা ।
গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ সুপার জায়েদুল আলম নারায়ণগঞ্জ সদর থানায় উপস্থিত হয়ে মধু সুধন দাস (২০) কে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অকপটেই স্বীকার করেন হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে এমন কটুক্তি করেছেন। এরপর বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত কোন ধরণের তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে নারায়ণগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তারা । একই সাথে এই সংবাদটি প্রকাশ না করতেও অনুরোধ জানান কেউ কেউ ।
তবে ব্রাক্ষণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার ইন্সপেক্টর (ডিআইওয়ান) ইমতিয়াজ আহমেদ ও নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রণজিত কুমার নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেছেন, মধু সদন নারায়ণগঞ্জে গ্রেফতার হওয়ায় বড় ধরণের অঘটন থেকে রক্ষা পেয়েছে শ্যামগ্রামবাসী । ফেসবুকে এমন কুরুচি মন্তব্য করে পালিয়ে গিয়েছিলো মধু সুদন ।
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
ইসলাম ধর্মের প্রবর্তক নবী মোহাম্মদ (সঃ) নিয়ে স্যোশাল মিডিয়ায় এমন কটুক্তির অভিযোগে একজনকে আটকের পর মামরা দায়ের করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ । এ ঘটনায় সুষ্ঠ তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য আসামীকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে নগরীর আমলাপাড়া এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। আজ শুক্রবার ৭ দিনের রিমান্ডে চেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মিল্টন হোসেনের আদালতে উঠালে ২ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
অভিযুক্ত ব্যক্তির নাম মধু সুধন দাস (২০)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরের শ্যাম গ্রামের মিনত চন্দ্র দাসের ছেলে।
তার বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮ (২) ধারায় একটি মামলা করা হয়। মামলা নং-৩৯ (১) ২০। অভিযুক্ত মধু সুধন দাস বর্তমানে সদর থানা পুলিশের হেফাজতে রিমান্ডে রয়েছেন।
ঘটনার সত্যতা গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান।
পুলিশের সাড়াসী অভিযানে আটক মধু সুদনের ভাই কালীর বাজার স্বর্ণপট্টির হক প্লাজার শ্যাম জুয়েলারীর মালিক মুহিত দাস নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন , আমাদের গ্রামের বাড়ীর নিরাপত্তা এবং সকল ঘটনায় আইন অমান্য করায় আমার ভাই মধু সুদনকে আমরাই পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দিয়েছি । এখন আইনে তার যা বিচার হয় তা হবে ।









Discussion about this post