নারায়ণগঞ্জের সোনারগাঁ রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল কাণ্ডের জের ধরে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনিকে হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ ওরফে সাইফসহ তিন জনকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ ।
শুক্রবার ৯ এপ্রিল বিকালে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত অপর দুই আসামি হলেন হেফাজতে ইসলামের কর্মী কাজি সমির, অহিদ ওরফে অহিদ । তাদের নামে সোনারগাঁ থানায় মামলা নং ১২।
মামলার বাদী সোহাগ রনির বাবা হাজী শাহ জামাল তোতা।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ এসব তথ্য নিশ্চিত করেছে।
প্রসঙ্গত শনিবার (৩ এপ্রিল) বিকালে সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টের ৫০১ নম্বর কক্ষে এক নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয় জনগণ। পরে হেফাজত নেতাকর্মীরা পুলিশের উপর হামলা, আওয়ামী লীগ অফিস, যুবলীগ -ছাত্রলীগ নেতার বাড়িসহ রিসোর্টে ব্যাপক ভাংচুর এবং অগ্নিসংযোগ করে ।








Discussion about this post