মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে আটক দুবাইগামী যাত্রী রাকিবুল ইসলাম নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাসিন্দা এবং মহাধূর্ত বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের ভাই
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪২ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ রাবিকুল ইসলাম নামে এক দুবাইগামী যাত্রীকে আটক করেছে শুল্ক বিভাগের কর্মকর্তারা।
মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে ইমিগ্রেশনের পর ফাইনাল চেকিংয়ের সময় তাকে আটক করা হয়। রাকিবুল ইসলামের বাড়ী নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায়।
এই রাকিবুল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদের ভাই । আড়াইহাজার তথা নারায়ণগঞ্জ ২ আসনে নজরুল ইসলাম আজাদ বিএনপির টিকেটে প্রভাবশালী আওয়ামীলীগ নেতা ও সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সাথে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করেছিলো ।
নজরুল ইসলাম আজাদের বাবার নাম মোস্তাফিজুৃর রহমান । আজাদের চার জন মায়ের মধ্যে আপন মায়ের পেটের দুই ভাই ও এক বোনের মধ্যে রাকিবুল ছোট ।
আজাদের মতাই মহাধূর্ত রাকিবুল আওয়ামীলীগের এক শীর্ষ নেতাকে বাবা বলে প্রকাশ্যেই সম্বোধন করে নানাভাবে সুবিধা আদায়ে মহাপটু এই অপরাধী ।
চট্টগ্রাম কাস্টম হাউসের এয়ারপোর্ট শাখার ডেপুটি কমিশনার রোখসানা খাতুন সাংবাদিকদেরকে রাকিবুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।
কাস্টমস এয়ারপোর্ট ইউনিটের একজন রাজস্ব কর্মকর্তা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী রাকিবুলের কাছ থেকে ৩৩ হাজার ৯০০ ইউএস ডলার ও ৪২ হাজার ইউএই দেরহাম পাওয়া গেছে। যা বাংলাদেশি মুদ্রায় ৪২ লাখ টাকা। তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে গত ২৪ অক্টোবর দুবাইগামী দুই যাত্রীকে ৪১ লাখ ২ হাজার ৪৮৪ টাকা সমপরিমাণ বিদেশি মুদ্রাসহ আটক করেছিল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বরত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা ।









Discussion about this post