নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট সামছুর রহমান গ্রেফতারকৃত ১০ সন্দেহভাজন ডাকাত সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন । ১০ জনের বিরুদ্ধে দুটি পৃথক মামরা দায়ের হলেও কোন মামলায় রিমান্ডের আবেদন না থাকায়েআদারতে কোন শুনানী ছাড়াই কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আদালতের দায়িত্বে থাকা পুলিশের উপ সহকারী পরিদর্শক (এএসআই) মুক্তা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের মূলহোতাসহ ১০ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১ ।
সোমবার দিবাগত রাতে এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন সেতু এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১-এর গোয়েন্দা দল জানতে পারেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজের পশ্চিমপাশে একটি মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে।
এ সংবাদের ভিত্তিতে র্যাব ১-এর আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
এতে গ্রেফতারকৃতরা হলেন : মো. হিচু মিয়া, মো. ফরহাদ আলী, মো. লিটন শেখ, রিপন মৃধা ওরফে জামাই রিপন, স্বপন মিয়া, মো. জাকির বেপারি, জলিল খান, শ্রী লক্ষণ চন্দ্ৰ দাস, শ্রী অজিত চন্দ্ৰ সূত্রধর ও মো. ইখতিয়ার হোসেন। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি শটগান এবং একটি পাইপগানসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নায়েক সুবেদার তৌফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার রাতে রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।









Discussion about this post