‘নোটিশ ছাড়া’ সংযোগ বিচ্ছিন্ন, রূপগঞ্জে তিতাস অফিস ঘেরাও
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত তিতাস গ্যাসের সোনারগাঁও জোবিঅ শাখার সামনে এই গ্রাহকরা বিক্ষোভ দেখান।
পরে কর্তৃপক্ষের লোকজন এসে পুনঃসংযোগের আশ্বাস দিলে তারা ফিরে যান।
বিক্ষোভ ও ঘেরাও চলাকালে বিভিন্ন এলাকা থেকে আসা গ্রাহকরা বক্তব্য দেন।
গ্রাহকরা রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার কাঞ্চন চিনতলা, কাঞ্চন খাঁপাড়া, কৃষ্ণ নগড়, দক্ষিণবাজার, পুর্বপাড়া, কাঞ্চন দাসপাড়া, নাফপাড়া, কাজীপাড়া, কালাদি, ত্রিশকাহনিয়া, বন্দর ও সোনারগাঁও উপজেলার বন্দর, দেওয়ানবাগ, ছোটবাগ, কলাবাড়ি, কাশিপুর, বরবাড়ি, মিয়াবাড়ি, ভুইয়া বাড়ি, চাঁনপুরসহ বেশ কয়েকটি এলাকা থেকে এসেছেন।
এসব এলাকা থেকে প্রায় ৩ হাজার গ্রাহক ঘেরাও ও বিক্ষোভে অংশগ্রহণ করেন বলে তারা জানান।
তাদের অভিযোগ, তারা রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় অবস্থিত তিতাস গ্যাসের জোবিঅ সোনারগাঁও শাখার গ্রাহক। সরকারের নিয়ম অনুযায়ী জামানত জমা দিয়ে আবাসিক গ্যাস সংযোগ নিয়ে ব্যবহার করে আসছেন। নিয়মিত মাসিক বিলও পরিশোধ করে আসছেন।
কোনো নোটিশ ছাড়া গত ১৫ দিনে পর্যায়ক্রমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বৈধ গ্রাহকদের আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় বলে গ্রাহকদের অভিযোগ।
তারা বলেন, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর থেকেই গ্রাহকরা অতিকষ্টে ও ভোগান্তিতে মাটির চুলোয় ও এলপিজি গ্যাসে রান্না করছেন। আবার কেউ কেউ খাবার হোটেলগুলো থেকে খাবার এনে দিন পার করছেন।
বৈধভাবে গ্যাস সংযোগ নিতে কেউ গরু-ছাগল বিক্রি করে, কেউ স্বর্ণালংকার বিক্রি করে, কেউ জমি বিক্রি করে, আবার কেউ সুদে বা ধার-দেনা করে টাকা জমা দিয়ে সংযোগ নিয়েছেন বলে বক্তারা বলেন।
তাদের গ্যাসের পুনঃসংযোগ দ্রুত না দিলে গ্রাহকরা ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন তারা।
পরে তিতাস কর্মকর্তারা বৈধ গ্রাহকদের গ্যাস সংযোগ দেওয়ার আশ্বাস দিলে ঘেরাও ও বিক্ষোভ বন্ধ করে তারা চলে যান।
এই বিষয়ে তিতাস গ্যাসের জোবিঅ সোনারগাঁও শাখার মেজবাউর রহমান বলেন, “গ্রাহকদের প্রচুর পরিমাণে বিল বকেয়া রয়েছে। বেশিরভাগ গ্রাহকই বিল পরিশোধ করছেন না। আবার কোনো কোনো এলাকায় বৈধ গ্রাহকের চেয়ে অবৈধ গ্রাহক সংখ্যা বেশি রয়েছে। এছাড়া তিতাসের প্রধান কার্যালয় থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে।”
তারপরও গ্রাহকদের কথা চিন্তা করে তিতাসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পুনরায় গ্যাস সংযোগ দেওয়ার চেষ্টা করা হবে বলে তিনি জানান।
সমাবেশে বক্তব্যে দেন মদনপুর এলাকার মাওলানা হারুন অর রশিদ, সেলিনা বেগম, আজিম উদ্দিন, দেলোয়ার হোসেন, কাশিপুরের হাফেজ মিয়া, ছোটবাগের আব্দুল খালেক, কাঞ্চন পৌরসভার রিয়াজ হোসেন, তারিকুল ইসলাম, অ্যাডভোকেট দুলাল, আমিনুল ইসলাম, মুজিবুর রহমান প্রমুখ।









Discussion about this post