রুপগঞ্জে এক পাগলিকে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রুপগঞ্জের কাঞ্চন এলাকায়।
একদিকে মহামারী করোনা ভাইরাসের কারনে সারা বিশ্বে একটি ভীতিকর অবস্থা, অন্যদিকে সংযমের মাস মাহে রমজান! অথচ চলছে ধর্ষণের মত গর্হিত কাজ।
জানা যায়, এই পাগলিটা থাকে রুপগঞ্জের কাঞ্চনে। গত ৬ মে বুধবার রাত আনুমানিক ৯/১০ টায় পূর্বাচল আমেরিকান সিটির বালুর মাঠে যুবদল নেতা কুহিনূর ও আজিজ মিঞা এই পাগলি টিকে পালাক্রমে ধর্ষন করে, পাগলিটির চিৎকারে কয়েকজন এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়।
এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোরশেদ আলম, হাফিজুরসহ অনেকেই ঘৃণা এমন ঘটনা উল্লেখ করে পোস্ট করেছেন । যেখানে উল্লেখ করা হয়েছে যুবদল নেতা কুহিনূর ও আজিজ মিয়া পালাক্রমে পাগলী টিকে ধর্ষণের ঘটনা ঘটিয়ে পালিয়ে যায় । এমন অভিযোগ সম্পর্কে যুব দলের এই নেতাদের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায় নাই ।
ঘটনাটি ঘিরে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (গ অঞ্চল) মাহিন ফরাজি নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, এমন একটি ঘটনা আমরাও শুনেছি, বিষয়টি নিয়ে যাচাই-বাছাই করতে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থলে একাধিক টিম পাঠানো হয়েছে, তদন্ত চলছে । তদন্তে দোষী প্রমানিত হলে অবশ্যই তাদের আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।









Discussion about this post