একদিকে সারাদেশে জাতির জনকের জন্মদিন উপলক্ষে করোনা ভাইরাসের আতংকের মধ্যেও সর্বত্র আনন্দঘন পরিবেশ বিরাজ করলেও নারায়ণগঞ্জ জেলার রূপগব্জ থানায় স্বপন মিয়ার মৃত্যু নিয়ে দেখা দিয়েছে সমালোচনা
নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
রূপগঞ্জ থানা হাজতে স্বপন মিয়া (২৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এমন ঘটনা ধামাচাপা দিতে পুলিশ নানা নাটক মঞ্চস্থ করেছে বলে জোড়ালো অভিযোগ উঠেছে ।
স্বপন মিয়ার এমন মৃত্যুর নেপথ্যে অনেক কারণ রয়েছে বলেও দাবী করেছে পুলিশের একাধিক সুত্র। আসামী গ্রেফতার, চিকিৎসা ও হাজতে মৃত্যুর ঘটনা ধামাচাপা দিয়ে অনেক ঘটনা রয়েছে বলে পুলিশের একাধিক সুত্র ।
মঙ্গলবার ১৭ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে থানা হাজতে স্বপন মিয়া মৃত্যুর কোলে ঢলে পরলে দ্রুত স্থানীয় সরকারি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করে ।
এর পূর্বে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক তরিকুল ইসলাম গুরুতর আহত স্বপন মিয়াকে একটি ডাকাতি মামলায় আদালতে পাঠানো হলে আদালতের পুলিশ পরিদর্শক আসাদুজ্জামান আসামি গ্রহণ না করে ফেরত পাঠায় রূপগঞ্জ থানায় ৷ থানা হাজতে রাখার পরই মৃত্যুর কোলে ঢলে পরেন স্বপন ।
একাধিক নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, গত শনিবার মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে দারোয়ান ও অন্যান্য লোকজনের ধাওয়ায় আটক হয় রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার ৩ নম্বর ওয়ার্ডের আবদুল সাত্তারের ছেলে স্বপন মিয়া।
উপ পরিদর্শক তরিকুল ইসলাম জানিয়েছে, ডাকাতির প্রস্তুতিকালে স্বপন মিয়াকে এলাকাবাসী আটক করে পিটুনি দেন। পরে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্লাষ্টার করে আদালতে পাঠানো হয় সোমবার দুপুরে৷
ডাকাতি মামলার আসামী স্বপন মিয়া আদালতে অসুস্থ্য হলে তাকে গ্রহণ না করে কোর্ট ইন্সপেক্টর ফেরত পাঠায় । এরপর স্বপন মিয়াকে রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আনা হলে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের ভাষ্য, গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে ৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে ডাকাতির উদ্দেশ্যে উপজেলার মুড়াপাড়া বাজারে যায়। সেখানে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজন টের পেয়ে তাঁদের ধাওয়া করেন। একর্পযায়ে লোকজন স্বপন মিয়া নামের এক ডাকাতকে ধরে ফেলেন এবং অন্য ডাকাতেরা পালিয়ে যায়। এলাকার লোকজন স্বপন মিয়াকে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্বপনকে উদ্ধার করে চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। চিকিৎসকেরা তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানে তাঁকে চিকিৎসা করিয়ে আজ সকালে নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে রূপগঞ্জ থানায় ডাকাতির মামলা হয়।
ওসি আরও জানান, আদালতে স্বপন মিয়া অসুস্থ হয়ে পড়লে আদালত তাঁকে পুনরায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। বিকেল সাড়ে ৪টার দিকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।









Discussion about this post