যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়াল বৈঠকে অংশ নেয়ার ঘটনায় এবার মামলা হয়েছে রূপগঞ্জ থানায় । এমন ঘটনা যে নাটক, রাজনৈতিকভাবে বিএনপির বিশাল চক্রান্ত তা অনুধাবন করতে পেরে বিএনপির অনেক নেতাকর্মী রূপগঞ্জ থেকে অন্যত্র অবস্থান করছে । এমন ঘটনায় নেতাকর্মীদের অনেকেই বলেছেন নাটক কমপ্লিট বলে মন্তব্য করেছেন কেউ কেউ
রূপগঞ্জে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি দুলাল আহমেদসহ ১০১ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ৷
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে রাষ্ট্রবিরোধী পরিকল্পনার অভিযোগে দায়ের করা এই মামলায় আটক জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও সোনারগাঁ থানা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপনকে গ্রেফতার দেখানো হয়েছে৷
মামলায় আরও আসামী করা হয়েছে জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান ইমন, রূপগঞ্জ যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সজীব, নারায়ণগঞ্জ যুবদল নেতা দুলাল, সারােয়ার হােসেন রাজীব, আবু বক্কর, নয়ন, রাশিদুল হক ও গনিসহ অজ্ঞাত আরও ৮০-৯০ জনকে।
ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুর রহমান আমান বাদী হয়ে এজাহারনামীয় ১১ জন এবং অজ্ঞাত আরও ৮০-৯০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেছেন৷
মামলায় উল্লেখ করা হয়, মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর প্ররােচনায় রাষ্ট্রবিরােধী অপরাধ সংগঠনের উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক সন্ত্রাসী কর্মকান্ড করার লক্ষ্যে ল্যাপটপ ও প্রােজেক্টরের মাধ্যমে বিদেশে অবস্থানরত তাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে শলাপরামর্শ করিতেছে। গোপন সংবাদে এমন খবর পেয়ে অভিযান চালায় ভুলতা ফাঁড়ির পুলিশ৷
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, দিপু ভূইয়ার বাড়িতে যে বৈঠকটি চলছিল সেখানে রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা চলছিল। খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়৷ এ সময় ল্যাপটপ ও প্রজেক্টরও জব্দ করা হয়েছে৷ তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার বাগানবাড়ি থেকে আটক করা হয় শহিদুর রহমান স্বপনকে৷ দিপু ভূইয়ার বাড়ি থেকে জুম অ্যাপের মাধ্যমে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়াল মিটিংয়ে সংযুক্ত ছিল যুবদলের নেতাকর্মীরা৷
ভার্চুয়াল বৈঠকে থাকা জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু সাংবাদিকদের বলেন, যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাথে ভার্চুয়াল বৈঠক চলছিল৷ জুম অ্যাপের মাধ্যমে দেশের সবগুলো জেলার বিভিন্ন ইউনিটের যুবদল নেতাকর্মীরা সংযুক্ত ছিলেন৷ নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা রূপগঞ্জের ভুলতার গাউছিয়া এলাকায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়ার বাগানবাড়ি থেকে সংযুক্ত ছিলেন৷ সন্ধ্যা ছয়টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলার নেতকর্মীদের সাথে যুক্ত ছিলেন তারেক রহমান৷ এরপর অন্য জেলা পর্যায়ে বৈঠক চলছিল৷ পরে অন্যরা বাগানবাড়ি থেকে বেরিয়ে গেলেও ওই বাড়ির ভেতরেই ছিলেন শহিদুর রহমান স্বপন৷ পরে পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে তাকে আটক করে৷ এ সময় ল্যাপটপ ও প্রজেক্টরও জব্দ করে৷









Discussion about this post