রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ
রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে গতকাল ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার ’গ’ সার্কেল মাহিন ফরাজী ও রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসানের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ উপজেলা সাংবাদিকবৃন্দ রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসানের কার্যালয়ে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান।
সহকারী পুলিশ সুপার ’গ’ সার্কেল মাহিন ফরাজী বলেন, মুক্ত, স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অন্যায়, সন্ত্রাস, চাঁদাবাজি, সামাজিক ব্যাধিসহ সকল অনিয়ম জাতীর কাছে তুলে ধরার আহবান জানান এবং সাংবাদিকদের কলম উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোঃ মকবুল হোসেন, সাংবাদিক এম এ মোমেন, হানিফ মোল্লা, ইমদাদুল হক দুলাল, রাসেল মাহমুদ, মাসুদ ভুঁইয়া, কাউছার আহমেদ, রুবেল মাহমুদ, শাহেল মাহমুদ, রাশেদুল ইসলাম, নবাব ভুঁইয়া, রনি আহমেদ, সোহেল ভুঁইয়া, বি এম আবুল হাসনাত, সাকের আহমেদ, মহিউদ্দিন প্রমুখ।









Discussion about this post